শনিবার, ফেব্রুয়ারী ০২, ২০১৩

চুয়াডাঙ্গায় অনুর্ধ ১৬ বৎসর বালক বালিকাদের দাবা প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট : গতকাল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়–ল গাছি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বয়সভিত্তিক দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুড়–ল গাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকর আলী। প্রধান অতিথি বলেন খেলোয়াড়দের উদ্দেশ্যে শিশুকাল থেকে দাবা চর্চার প্রতি আহ্বান জানান। বাংলাদেশ ক্রীড়া অধিদপ্তরের উদ্যোগে জেলা ক্রীড়া অফিস চুয়াডাঙ্গার ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কুড়–লগাছি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১২-১৩ মোতাবেক গত ২০ জানুয়ারী দাবা খেলার শুভ উদ্বোধন হয়। এই প্রতিযোগিতায় দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন বালক
বালিকা কার্পাস ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন, কুড়লগাছি দাখিল মাদ্রাসার ২০ জন, কুড়লগাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন বালক বালিকা দাবা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ৩১ জানুয়ারী দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জেলা ক্রীড়া অফিসার মাহাবুবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুড়লগাছি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ওসমান গনি, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন। সমাপনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কুড়লগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তানভির আহমেদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন