রবিবার, এপ্রিল ০৭, ২০১৩

কুষ্টিয়ার নিরুত্তাপ হরতালে জীবনযাত্রা ছিলো স্বাভাবিক

ষ্টাফ রিপোটার : হেফাজতে ইসলামের লংমার্চ ঠেকাতে ঘাতক দালাল নির্মূল কমিটি (ঘাদানিক) সহ কয়েকটি সংগঠনের ডাকা গতকালের সকাল সন্ধ্যা হরতালে কুষ্টিয়ার জীবনযাত্রা ছিলো অনেকটা স্বাভাবিক। সকালে হরতাল সমর্থনে শহরে ক্ষুদ্র মিছিল বের করা ছাড়া অন্য কোন কর্মকান্ড চোখে পরেনি। গতকাল সকাল থেকেই শহরের কয়েকটি দোকান বন্ধ ছাড়া প্রায় সকল দোকানপাট ছিলো খোলা। অন্যান্য দিনের মত শহরের এনএস
রোডে সকল প্রকার গাড়ী চলাচল করেছে। তবে জেলা থেকে কোন দূরপাল্লার বাস যায়নি। এ প্রসঙ্গে কয়েকজন কাউন্টার মাষ্টার বলেন, যাত্রী থাকা সত্বেও উপরের নির্দেশ ও নাশকতার আশংকা থাকায় মালিকরা গাড়ী বের করেনি। এ কারনে মহাসড়ক গুলো ছিলো অনেকটা ফাকা। এদিকে ঢাকার হেফাজতে ইসলামের লংমার্চের খবর জানতে শহরের অন্যান্য রাস্তা ঘাটে ও মোড়ের চায়ের দোকানসহ বিভিন্ন দোকানের টিভির পর্দায় ছিলো জনগনের চোখ। হরতালে শহরের কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন