রবিবার, এপ্রিল ০৭, ২০১৩

খোকসায় তাশ খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ : বাড়ি ভাঙচুর লুটপাট

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার খোকসায় তাশ খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও দোকান লুটপাটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার উপজেলার ওসমানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় এলকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টায় সময় সাবেক সেনা সদস্য মিরাজ এর ভাই লিয়াকত, ভাতিজা রাজু, সবা, মিরাজ ও প্রতিবেশী শওকত স্থানীয় লিচু বাগানে তাশ খেলছিল। তাশ খেলার এক পর্যায়ে লিয়াকতসহ অন্যরা শওকতকে এলোপাথারী ভাবে মারতে থাকে। শওকতকে বাঁচাতে চাচত ভাই মনোয়ার এগিয়ে গেলে তারা তাকেও মারপিট শুরু করে। এক পর্যায়ে সাবেক সেনা সদস্য মিরাজ তার সন্ত্রাসী বাহিনী ও ধারালো অস্ত্র নিয়ে মনোয়ারের বাড়িত হামলা চালায়। এ সময় মনোয়ারকে বাড়িতে না পেয়ে তার বাড়ি ও দোকান ভাঙচুর করে এবং নগদ প্রায় ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।  এ ঘটনায় দরীদ্র মনোয়াকে হয়রানী করতে সাবেক এ সেনা সদস্য’র ভাজিতা মাসুদ আলী বাদি হয়ে ৫ জনকে আসামী করে খোকসা থানায় একটি মামলা দায়ের করেছেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ
সরকার মামলার বিঘয়টি নিশ্চিত করছেন। এদিকে অর্থের বিনিময়ে পুলিশকে ম্যানেজ করে দরীদ্র পরিবার গুলোকে হয়রানী করতেই সাবেক সেনা সদস্য মিরাজ এ মামলা করিয়েছেন। তদন্ত করেই মামলাটি নিয়েছেন খোকসা থানার ওসি এমন দাবী করলেও অসহায় পরিবারটির দাবী কোন প্রকার তদন্ত না করেই টাকার বিনিময়ে পুলিশ মামলাটি নিয়েছে। আর এ মামলার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্ত ব্যাক্তিরা। একটি বিশ্বসূত্র জানায়, গত ইউপি নির্বাচনে সাবেক সেনা সদস্য মিরাজ ওসমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে। নির্বাচনে তার সমর্থন না দেওয়ায় দীর্ঘদিন ধরে এ পরিবারগুলোকে নানা ধরনের হুমকী দিয়ে আসছিল সাবেক এ সেনা সদস্য। এর জের ধরেই পূর্ব পরিকল্পিত ভাবে তাদের উপর হামলা চালায় মিরাজ ও তার সন্ত্রাসী বাহিনী। সেই সাথে পুলিশী হয়রানী করতে টাকার বিনিময়ে থানায় মামলাও দায়ের করেছে। এদিকে মামলার পর থেকই পুলিশ আসামী ধরতে অভিজান অব্যহত রেখেছে। আর পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্ত ও দিনমজুর মানুষগুলো। সত্য ঘটনা উৎঘাটনের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ আশা করছে দরীদ্র এ পরিবারগুলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন