রবিবার, এপ্রিল ০৭, ২০১৩

মজমপুরে বন্ধুদের গুলিতে আহত যুবক


ওয়ান সুটার গান ৩ রাউন্ড গুলি চাপাতিসহ আটক ৬

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় বন্ধুদের ছোঁড়া গুলিতে সবুজ(১৭) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। আহত সবুজ কুষ্টিয়া সদর উপজেলার উত্তর বাড়াদী এলাকার আলতাফ হোসেনের ছেলে। শনিবার বিকেলে শহরের মজমপুর এলাকার ফয়সাল টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ বন্ধুকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বারাদি উত্তরপাড়ার মুসা হোসেনের ছেলে সুমন ওরফে গুরু সুমন (২২), আব্দুল খালেকের ছেলে শোহানুর রহমান (১৮), মঙ্গলবাড়িয়ার আইন উদ্দিন বিশ্বাসের ছেলে আহসানুল হক শিশির (১৮), মঈনুদ্দিনের ছেলে তুষার (১৮), দহকুলার আনোয়ার হোসেনের ছেলে আমির হোসেন ওরফে আকাশ (১৮), কালিশংকরপুরের মিয়ার ছেলে আব্দুর রহমান পাপ্পু (২২). তাদের কাছ থেকে সবুজ গুলিবৃদ্ধ হওয়ার ঘটনায় ব্যবহৃত একটি
ওয়ান সুটার গান, ৩ রাউন্ড গুলি ও ১টি চা পাতি উদ্ধার করা হয়। পুলিশসুত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের মজমপুর গেট এলাকায় সবুজ ও তার বন্ধুরা একটি বাসায় অবস্থান করছিলো। এমন সময় সুমন ওরফে গুরু সুমনের ওয়ান সুটার গান নিয়ে দেখা দেখির এক পর্যায়ে এক রাউন্ড গুলি বের হয়ে সবুজের গায়ে বৃদ্ধ হয়। এ সময় ঘটনার বেগতিক দেখে অন্য বন্ধুরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে রেফার্ড করে। এদিকে রাতে কুষ্টিয়া মডেল থানার ওসি সিকদার মশিউর রহমান, এএসআই রফিক ও এএসআই সাহেব আলী শহরের মঙ্গলবাড়িয়ায় অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত ৬ জন বন্ধুকে আটক করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন