শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০১৩

কুষ্টিয়ার বিত্তিপাড়া ফ্রেন্ডস্ ক্লাব’র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

হাওয়া ডেস্ক : কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজার ফ্রেন্ডস্ ক্লাবের উদ্যোগে বণ্যাঢ্য এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উজানগ্রাম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলাটি উপভোগ করেন শত শত দর্শক। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় সিনিয়র গ্রুপকে ৪-২ গোলে পরাজিত কওে জুনিয়র গ্রুপ। খেলার শুরুতেই দলের পক্ষে দূদান্ত এক গোল করে জুনিয়রদের এগিয়ে নেন শেখ হাসান বেলাল। বেশিক্ষন এই আনন্দ টেকেনি জুনিয়রদের। সিনিয়রদের শামীমুজ্জামন খোকন অপর একটি গোল করে সমতায় ফেরান। শুরু হয় টান টান উত্তেজনা। প্রতিপক্ষের জালে বল ছোয়াতে মরিয়া হয়ে ওঠে উভয় দল। প্রথমার্ধের শেষ দিকে এবার জুলমত’র গোলে দ্বিতীয়বার উল্লাস করে জুনিয়রা। দ্বিতীয়ার্ধে অনেক কঠিন ছক করে মাঠে নামে উভয় দল। আবারও সকল ছক তছনছ করে সিনিয়রদের জালে বল দিয়ে জুনিয়রদের ব্যাবধান বাড়িয়ে দেন দলের পক্ষে দ্বিতীয় গোল করা শেখ হাসান বেলাল। জুনিয়র পক্ষের দর্শক ও খেলোয়ারা তখন বিজয়ের আনন্দে গা ভাসাচ্ছে এমন সময় সিনিয়রদের পক্ষে মানিক বিশ্বাস গোল করে ব্যাবধান কমিয়ে ৩-২ এ নিয়ে আসেন। আর একটি মাত্র গোল শোধ দেওয়ার জন্য জখন মরিয়া সিনিয়রা তখন জুনিয়রদের আশরাফুল আলম গোল করে ব্যবধান ৪-২ করেন। জুনিয়রদের বিজয় তখন শুধু মাত্র ৪ মিনিট দুরে। রেফারী কামরুজ্জামান বাটুল যখন শেষ বাশি বাজান তার আগে আর কোন গোল হয়নি। পুরো সময়ে দূদান্ত খেলে ২ গোলকারী জুনিয়রদের শেখ হাসান বেলাল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলার আকর্ষণ একটি ছাগল যেটি জবাই করে উভয় দলের খেলোয়ার কলাকৌশলী সবাই বিত্তিপাড়া বাজারে ফ্রেন্ডস ক্লাবে বসে সোহার্দপূর্ণ পরিবেশে খাওয়া দাওয়া করেন। ডসনিয়র দলে খেলোয়ার হিসেবে অংশ নেন, মশিউর রহমান, সুলতান, সাংবাদিক জাহিদুজ্জামান, মীর খোকন, মাসুদ পারভেজ, নয়ন, ইমন, শামীমুজ্জামান খোকন, মানিক বিশ্বাস, তুহিজ্জামানসহ আরো কয়েক জন।বিজয়ী জুনিয়র দলে খেলোয়ার হিসেবে অংশ নেন, অধিনায়ক সাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আশরাফুল আলম, লথিব, সাংবাদিক শেখ হাসান বেলাল, মিন্টু জোয়ার্দার, রাজ্জাক, জুলমত, সুরমান, সজিব, ইমন, আল আমিন, রহিম, সাবুসহ আরো কয়েকজন। এই দলের ম্যানেজার কাম কোচের দায়িত্বে ছিলেন সোহেল রানা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন