শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০১৩

সরকার ফাউন্ডেশনের উদ্যেগে হরিপুরের ভাঙ্গন কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরন


 

আওয়ামীলীগ ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় আসতে চায়

....... প্রকৌশলী জাকির হোসেন সরকার

শিমূল আহম্মেদ : কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর ইউনিয়নে ভাঙ্গন কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতোরন করেছে সরকার ফাউন্ডেশন। গতকাল বিকালে হরিপুর বাজার সংলগ্ন কাবিল উদ্দিন কিন্ডার গার্ডেন স্কুল মাঠে ২ শতাধীক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ সকলের উদ্যেশে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বর্তমান সরকার সংবিধানের ধোয়া তুলে নিজেদের অধিনে নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকার দিবা স্বপ্ন দেখছে। কিন্তু বাংলাদেশের জনগন তা কখনোই হতে দিবে না। তিনি বলেন আওয়ামীলীগ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রামের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবী আদায় করবে। তিনি বলেন, সং্িবধান জনগনের ভালো জন্য তৈরি করা হয়। তাই এক বার নয় দুই বার নয় জনগনের দাবীতে বার বার সংবিধান সংশোধন করে তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের মানুষের প্রয়োজনে তিনি সকলকে এই দাবীর প্রতি একাত্বতা ঘোষনা করে রাজ পথে নামার আহ্ববান জানান। তিনি বলেন, বণ্যা ও নদী ভাঙ্গনের কবলে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর, কুমারখালী উপজেলার কয়াসহ বিভিন্ন স্থানের মানুষ আজ অনেক কষ্টে দিন যাপন করছে। সহায় সম্বলহীন অসহায় এসব মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, মানবতার দূর্ভোগে বিত্তবানদেন এগিয়ে আসা উচিদ। তিনি জেলার বিভিন্ন দূর্যোগ ও দূর্ভোগে সরকার ফাউন্ডেশনরে সহযোগীতার কথা উল্লেখ করে তিনি বলেন, কোন কিছু পাওয়ার আশায় নয় জণগনের পাশে থেকে এলাকার উন্নয়নে সরকার ফাউন্ডেশন সব সময় মানুষের পাশে থাকবে। ত্রাণ বিতরন অনুষ্ঠানে হরিপুর আদর্শ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আল হেলাল সোনার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিরাজুর রহমান, হরিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, জিয়ারখী ইউপি বিএনপির সাবেক সাধরণ সম্পাদক এএম কোহিনুর, হরিপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কলিবার হোসেন, জিয়ারখী ইউপির ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অধ্যাপক সেলিম উদ্দিন, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুলাল, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আসলাম উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন