শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০১৩

নির্দলীয় তত্বাবধায়ক সরকারের আন্দোলন সফল করতে ২২ সেপ্টেম্বর খালেদা জিয়ার জনসভায় যোগদিন

কুষ্টিয়ায় কৃষকদলের ৫ জেলার যৌথ প্রতিনিধি সভা

- সৈয়দ মেহেদী আহমেদ রুমী

আব্দুম মুনিব : ২২ সেপ্টেম্বর খুলনায় বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ৫ জেলার যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শক্রবার সকাল ৯ টায় কুষ্টিয়া জেলা পরিষদ অডিটরিয়ামে কুষ্টিয়াসহ চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা জেলার প্রতিনিধিদের যৌথ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক বাচ্চুর পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহবায়ক এস এম গোলাম কবির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রিয় কৃষকদলের সহ-সভাপতি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কেন্দ্রিয় কৃষকদলের সহ-দপ্তর সম্পাদক এস কে সাদী, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, কেন্দ্রউয় কৃষকদলের সদস্য জুলফিকার আলী ভুট্ট, আন
োয়ারুল ইসলাম বাদশা, সফিকুল ইসলাম সফি, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় মহিলা দলের অন্যতম সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা সৈয়দা ফাহিমা রুমী, মাগুরা জেলা কৃষকদলের সভাপতি এ্যাড.আলাউদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আবু বক্কার, মেহেরপুর কৃষকদলের সভাপতি আব্দুর রব মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা কৃষকদলের সভাপতি এ্যাড.আসম আব্দুর রউফ, সাধারণ সম্পাদক নাজমুস সালেহীন রিপন, ঝিনাইদহ কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল হক পিন্টু, দৌলতপুর থানা কৃষকদলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ফরজ আলী, ভেরামারা কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বশির উদ্দিন Ÿাচ্চু, মিরপুর কৃষকদলের সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক বুলবুল, কুমারখালী কৃষকদলের সভাপতি এ্যাড.আব্দুল ওয়াদুদ মিয়া, খোকসা কৃষকদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান শিবলী, খোকসা কৃষকদল নেতা এ্যাড.মুর্তুজা আজম, সদর কৃষকদলের নেতা মিজানুর রহমান মিজান, আতিয়ার রহমান রাজা, কুষ্টিয়া শহর কৃষকদলের আহবায়ক বাবলা আমিন চৌধুরী, যুগ্ম উফাজ্জেল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আনিছুজ্জামান স্বপন, মাহমুদুর রহমান আল কাদেরী, এসএম ওমর ফারুক, জেলা বিএনপির সন্মানিক সদস্য ও সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম উল হাসান অপু, খন্দকার শামসুজ্জাহিদ, ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মানু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক একে বিশ্বাস বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী রবিউর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম রহিম, সাধারণ সম্পাদক কেএইচ সরোয়ার হোসেন, জেলা যুব দলের আহ্বায়ক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা মহিলাদল নেত্রী নিলুফা নাসরিন টুকটুকি, শহর যুবদলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান কুটি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শহর কৃষক নেতা দুলাল মোল্লা।প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, শহীদ জিয়া ও বেগম জিয়া দেশের কৃষকদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। কিন্তু বর্তমান সরকার নিজেদের কৃষি বান্ধব সরকার এবং কৃষককে ফ্রী সার দেয়ার প্রতিশুতি দিয়ে ক্ষমতায় এসে কৃষি পণ্যর দাম বাড়িয়েছে। কৃষকের উৎপাদিত পণ্যর মূল্য দিতে পারিনি এ সরকার।তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে,শেয়ার বাজারের ৩৩ লক্ষ মানুষ কে পথে বসিয়েছে। হলমার্ক ডেসটিনির মাধ্যমে হাজার কোটি টাকা লুটে নিয়েছে।
তিনি বলেন, সমস্ত বাধা বিপত্তি চুরমার করে নির্দলীয় নিরেপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবীতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।তিনি ২২ সেপ্টেম্বর খুলনায় বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে কৃষকদলের নেতা কর্মীদের নিজস্ব ব্যনারে উপস্থিত হওয়ার আহবান জানান।বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, এ সরকার নিজেদের অধিনে নির্বচন দিয়ে আবার ক্ষমতায় আসতে চায়। কিন্তু আন্দোলন সংগ্রামের মাধমে স্বৈরাচারী সরকারের মসনদ ভেঙ্গে দেওয়া হবে।তিনি বলেন, অল্প সময় আছে এরই মধ্যে সকল কে প্রস্তুত হতে হবে। আন্দোলনের ডাক আসলেই সমস্ত পথঘাট অবরোধ করা হবে।তিনি বলেন, শহীদ জিয়া কৃষকের সাথে মিশে খাল খনন করেছিলেন তাই কৃষকদলের নেতা কর্মীদের সমস্ত ভয় ভীতির উদ্ধে থেকে আন্দোলনের মাধ্যমে তত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, এ সরকারের সময় শেষ হয়ে এসছে। কিন্তু তাদের ক্ষমতায় থাকার দিবা স্বপ্ন রয়ে গিয়েছে।তিনি আওয়ামীলীগের দিবা স্বপ্ন ভেঙ্গে দিতে লাঙ্গল কাচি কোদাল নিয়ে কাস্তে নিয়ে কৃষকদের রাজ পথে নামার আহবান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন