শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০১৩

কুমারখালী বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে আলোচনা সভায় মেহেদী রুমী

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবী না মানা পর্যন্ত আন্দোলন চলবে

আব্দুম মুনিব : আগামী ২৯ সেপ্টেম্বর খুলনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে কুমারখালী থানা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দর সাথে আলোচনা সভা করেছেন বিএনপির জাতীয় নির্বহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
গতকাল বিকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে কুমারখালী থানা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী বিশাল মোটরসাইকেল বহর নিয়ে জেলা বিএনপির কার্যালয় চত্বরে পৌছায়।এসময় উপস্থিত নেতা কর্মিদের উদ্যেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, যতক্ষন পর্যন্ত নির্দলীয় তত্ববধায়ক সরকারের দাবী মানা না হবে ততক্ষণ আন্দোলন চলবে।তিনি বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠার লক্ষে মহাজোট সরকার বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে হয়রানী মূলক হামলা মামলা করে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বর্তমান স্বৈরাচারী সরকার মানুষের গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্থ করছে। তিনি বলেন, দেশ নেত্রী খালেদা জিয়ার আহবানে বিএনপি তত্বাবধায়ক সরকার পূর্নবহালের দাবীতে আন্দোলন সংগ্রাম চলছে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, কুমারখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কুতুবুল আলম নতুন, পৌর বিএনপির সভাপতি কেএম আলম টমে, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লিটন, থানা বিএনপির সহ-সভাপতি এ্যাড.আব্দুল ওয়াদুদ মিয়া, অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, যুগ্ম সম্পাদক ও জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মুন্সি রশিদুর রহমান, যুগ্ম সম্পাদক ও পান্টি ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার শামসুজ্জাহিদ, সমাজ কল্যাণ সম্পাদক গাজী গোলজার হোসেন গোলো, ক্রিড়া সম্পাদক আল আমিন কানাই, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, শিলাইদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আতিকুজ্জামান আলমগীর, নন্দলালপুর ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পান্টি ইউপি বিএরপির সভাপতি ইসলাম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম মিলন, সদকী ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কয়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, চাঁদপুর ইউপি সাবেক সাধারণ সম্পাদক নিহাজ উদ্দিন, চাঁদপুর ইউপি বিএনপি নেতা পলাশ, কুমারখালী থানা যুবদলের সভাপতি আল কামাল মোস্তফা, জেলা যুবদল নেতা সামসুদ্দোহা লাল্টু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম মাসুদ, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান সুমন, আবু সাঈদ জাকারিয়া উৎপল, ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সসম্পাদক আরিফুজ্জামান বাপ্পী, শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন প্রমুথ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন