সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০১৩

কুষ্টিয়ায় প্রায় ৫হাজার শিক্ষার্থী পলিটেকনিক ইন্সটিটিউটের সকল ফাইনাল পরীক্ষা বর্জন করেছে

ষ্টাফ রিপোর্টার  : “সুপারভাইজার হবো না- পরীক্ষা দিব না” এই শ্লোগানের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পলিটেকনিক ইন্সটিটিউটের সকল ছাত্র-ছাত্রী তাদের ফাইনাল পরীক্ষা বর্জ্রন করে ইন্সটিটিউট চত্বরে বিক্ষোভ মিছিল করেছে। প্রবল বর্ষন উপেক্ষা করে “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ এবং সরকার গঠিত আলাদা দু’টি আন্তঃ মন্ত্রণালয় কমিটির সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন” এই দুই দফা বাস্তবায়নের দাবীতে কুষ্টিয়ায় বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ আজ রবিবার সকালে তাদের সকল পরীক্ষা বর্জ্রন করে ইন্সটিটিউট চত্বরে বিক্ষোভ মিছিল বের করে। কুষ্টিয়া জেলার প্রায় ৫ হাজার শিক্ষার্থী পরীক্ষা বর্জ্রন করেছে। তাদের দাবী আদায় না হওয়্ াপর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে বিক্ষোভ মিছিল থেকে ঘোষনা দেয় বাকাছাপ নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাকাছাপ কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, সদস্য সচিব শফিউল ইসলাম, যুগ্ম সদস্য সচিব নীরব আহমেদ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, জুয়েল রানা, সাকিবুল ইসলাম সোহেল রানা প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ও সরকারী কমিটির রিপোর্ট বাস্তবায়ন না করে একটি কু-চক্রী মহল দিনের পর দিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে তামা শুরু করেছে। যতদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় সংগত দুই দফা দাবী বাস্তবায়ন না করা হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দিয়ে আগামী ২৯ সেপ্টেম্ব ফাইনাল পরীক্ষাসহ সকল পরীক্ষা বর্জ্রন করার ঘোষনা দেন। বক্তারা আরো বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষকদের পেশাগত সমস্যা সমাধানে সরকারের আন্তঃমন্ত্রনালয় কমিটির সুপারিশ সরকার কর্তৃক বার বার আশ্বাস প্রদান করার পরও আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এমনকি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অর্ধ ডজন তাগাদাপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রদান করা হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হচ্ছেনা। শুধু তাই নয়, শিক্ষা সচিব এর সভাপতিত্বে ও গণপূর্ত সচিব উপস্থিতিতে গত ২০ আগষ্ট’১৩ আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ ১৫ দিনের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করার পরও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষকদের ন্যুনতম সমস্যা সমাধানে কোন অগ্রগতি হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন