সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০১৩

আলামপুর ও দহকুলায় গণসংযোগ ও পথসভায় প্রকৌশলী জাকির হোসেন সরকার

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে তাদের দাবী একটায় তা হল নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন। কিন্তু এ সরকার চিরস্থায়ী ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে তাই তারা দেশকে সংঘাতের পথে ঠেলে দিয়ে তাদের অধিনে নির্বাচন দিতে চাই। তিনি বলেন আওয়ামী সরকার ১৯৯৬ সালে ও ২০০১ সালে ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই ভোট চুরি বন্ধে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের কোন বিকল্প নেই। গতকাল কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ও দহকুলায় গণসংযোগ ও পথসভায় জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার এ কথা বলেন। তিনি বলেন, কোন দলীয় সরকারের অধীনে নয় নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমাদের এই গনসংযোগের উদ্দেশ্য কোন ভোট চাওয়ার জন্য নই কোন প্রার্থীতার জন্যও নই, আমাদের এই গনসংযোগের মূল উদ্দেশ্য দেশ নেত্রী বেগম জিয়ার আহবানে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দাবী আদায়ের লক্ষে এ গনসংযোগ।  গনসংযোগে প্রায় শতাধীক মোটর সাইকেল অংশ নেয়। এসময় আরো উপস্থিত ছিলেন দহকুলা ইউনিয়ন যুবদলের নেতা জান্নুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন জিয়ারখী ইউপির সাবেক সাধারণ সম্পাদক এএম কোহিনুর ইসলাম, জিয়ারখী ইউপির ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুলাল, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি আসলাম উদ্দিন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন