রবিবার, সেপ্টেম্বর ০৮, ২০১৩

দৌলতপুরের চিলমারীতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরন

দৌলতপুর সংবাদদাতা :  কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার ভাঙন ও বন্যা কবলিত চিলমারী ইউনয়নের বিভিন্ন এলাকার ৫‘শ পরিবারের মধ্যে ত্রাণ ও নগদ টাকা বিতরণ করেছেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর ও দৌলতপুর আসনের সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ। 

শনিবার বেলা ১২ টার দিকে চিলমারী ইউনিয়নের ভবনন্দদিয়াড় বাজারে বন্যা কবলিত ৫‘শ পরিবারের মধ্যে জেলা পরিষদ কুষ্টিয়া ও সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের নিজস্ব তহবিল থেকে ১০ কেজি করে চাল ২ কেজি আলু ও নগদ ২‘শ টাকা পরিবারপ্রতি বিতরণ করা হয়। এরপর বেলা ৩টার দিকে ভবনন্দদিয়াড় বাজারে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শেলীর সভাপতিত্বে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যন হারেজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম ফজিলাতুন্নেছা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গেরিলা নজরুল ইসলাম, দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা রেজাউল হক মাষ্টার, এডভোকেট এজাজ আহমেদ মামুন, রেজাউল করীম বিএসসি, দৌলতপুর কৃষকলীগের সভাপতি সরদার হাসেমুদ্দিন হাসু, উপজেলা জাসদের যুগ্ম আহবায়ক শরিফুল কবীর স্বপন, যুবলীগ সভাপতি মোদাচ্ছির হোসেন, সেক্রেটারী অধ্যক্ষ আরিফ উদ্দিন আহমেদ সহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। প্রধান অতিথি জাহিদ হোসেন জাফর ও সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ চর বাসীর উদ্দেশ্যে বলেন, আগামীতে আওয়ামীলীগের নেতৃত্বে মহাজোট সরকার পুনরায় নির্বাচিত হলে বন্যা ও ভাঙন থেকে এ দুর্গম এলাকা রক্ষার জন্য প্রয়োজনীয় সব কিছু করা হবে। ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন