রবিবার, সেপ্টেম্বর ০৮, ২০১৩

ইবিতে অনাকাঙ্খিত ঘটনার তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল ৭ সেপ্টেম্বর অনাকাঙ্খিত ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুপুরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃংঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান সহ আইন শৃংঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় ঘটনার সঠিক তদন্তের স্বার্থে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক হলেন : ইংরেজি বিভাগের প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকরী।
সদস্য সচিব হলেন ঃ প্রক্টর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন। সম্মানীত সদস্যরা হলেন ঃ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রুহুল আমীন ভূইয়া, দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ  বিভাগের প্রফেসর ড. মোঃ গোলাম মওলা ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে রিপোট প্রদান করতে বলা হয়েছে। তদন্ত কমিটি গঠন ছাড়াও এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন