রবিবার, সেপ্টেম্বর ০৮, ২০১৩

পরীক্ষার কেন্দ্র বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগসাজশে পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের অভিযোগ
মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আজাদ জাহানের যোগসাজশে পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সুলতানপুর সিদ্দিকিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মিলনায়ত
নে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ মাও. আরতাফ হোসেন বলেন, এতদা অঞ্চলের মানুষের একমাত্র প্রাচীন বিদ্যাপিঠ হিসাবে অত্র মাদরাসা
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ধর্মীয় শিক্ষার পাশা পাশি আধুনিক সাধারণ শিক্ষা, খেলাধুলাসহ নানান সামাজিক কর্মকান্ডে সফলতার সাথে অংশগ্রহণ করে আসছে। ২০০২ সালে উপজেলাধীন সকল দাখিল মাদরাসার প্রধান গণের স্বাক্ষর সম্বলিত আবেদন পত্রের মাধ্যমে এবং তৎসময়ে স্থানী সংসদ সদস্য, জেলা প্রশাসক, কুষ্টিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলের সম্মতি পত্রের মাধ্যমে মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের নিকট অত্র মাদরাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য আবেদন করা হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে ২০০৩ সালে অত্র মাদরাসায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক ‘মিরপুর দাখিল পরীক্ষা কেন্দ্র’ নামে পরীক্ষা কেন্দ্র স্থাপিত হয়। যাহার কোড নং ৫০৩। পরবর্তী ২০০৪ ইং সালে মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক অত্র পরীক্ষা কেন্দ্রটিকে আলিম ও ফাজিল পরীক্ষা কেন্দ্রে উন্নীত করা হয়। এরপর ২০১০ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক এবং শিক্ষাবোর্ডের নীতিমালা অনুযায়ী সুলতানপুর মাদরাসায় স্থাপিত পরীক্ষা কেন্দ্রে জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) কেন্দ্র স্থাপিত হয়ে ২০১২ সাল পর্যন্ত জেডিসি পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক ২০১৩ সালের আসন্ন জেডিসি পরীক্ষা গ্রহণের নিমিত্তে গত ২৬ আগষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে পরীক্ষা কেন্দ্র পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে ‘কেন্দ্র সচিব, সুলতানপুর সিনিয়র মাদরাসা’ শিরোনামে একটি পত্র প্রাপ্ত হই। যার স্মারক নং- ০০.০০.৫০০০.০১২.০০০.০০.২০১৩-৩৫৪ (যুক্ত) তারিখ ২৬/০৮/২০১৩ সূত্র স্মারক নং- বামাশিবো/পরী/জেডিসি-২০১৩/৬২৪, তারিখ ০১/০৮/২০১৩ খ্রিঃ। উক্ত পত্রের প্রেক্ষিতে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অত্র মাদরাসার পরিচালনা কমিটির কোন প্রকার পরামর্শ ব্যতিরেকেই স্বপ্রণোদিত ভাবে কিংবা কাহারো যোগসাজশে অত্র মাদরাসায় স্থাপিত কেন্দ্রটিকে মিরপুর নাজমুল উলুম ফাজিল মাদরাসায় স্থানান্তরিত করার পায়তারা করছে এবং উক্ত মাদরাসার অধ্যক্ষকে কেন্দ্র সচিব নির্ধারন করিয়া আসন্ন জেডিসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে একটি কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করেছেন। এই সংক্রান্ত একটি পত্র উপজেলার সকল মাদরাসার প্রধানগণের নিকট পত্রও পাঠাইয়াছেন। যাহা বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের নীতিমালা বহির্ভূত। উপরন্ত আমার মাদরাসাসহ যে সকল মাদরাসার জেডিসি পরীক্ষার্থীগণের তালিকা আমার নিকট জমা আছে তা নবগঠিত কেন্দ্র কমিটির সচিবের নিকট অনতি বিলম্বে জমা দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তাহার অফিস সহকারী ফোনের মাধ্যমে আমাকে জোর নির্দেশ প্রদান করেন। অন্যথায় আমার মাদরাসার পরীক্ষার্থীগণসহ যে সকল মাদরাসার পরীক্ষার্থীগণের তালিকা আমার নিকট জমা রয়েছে, তাহাদের পরীক্ষা গ্রহণ করা হইবে না। এর  সকল দায়-দায়িত্ব মাদরাসাকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন। এতে মাদরাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকাবাসী, মাদরাসার শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ চরম ভাবে মর্মাহত, বিক্ষুব্ধ এবং প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। তিনি বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসায় স্থাপিত সকল পরীক্ষা কেন্দ্র বহাল রাখিয়া ২০১৩ সালের আসন্ন জেডিসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে মাননীয় বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোডর্ চেয়ারম্যান ও জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন। এ সময়ে সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি পৌর কাউন্সিলর সালাউদ্দিন, সদস্য আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন