শুক্রবার, সেপ্টেম্বর ০৬, ২০১৩

কুষ্টিয়ায় ট্রাস্ট ব্যাংকের ৭৫তম শাখার শুভ উদ্বোধন

আব্দুম মুনি : সব সময়, সবখানে, সবার জন্য’ এ শ্লোগানের মধ্য দিয়ে কথার দেশে,কবিতার দেশে, বাউলের সুরে সবার পাশে কুষ্টিয়ায় ট্রাস্ট ব্যাংকের ৭৫তম নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়া শহরের এন এস রোড়স্থ (থানা মোড়) শতাব্দি ভবনের দ্বিতীয় তলায় এ ব্যাংকের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ক্যান্টনমেন্ট এরিয়া কমান্ডার ও জিওসি ৫৫ পদাতিক ডিভিশন মেজর জেনারেল এস এম মতিউর রহমান।এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজনের মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়। এতে শাখার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনাসহ ব্যবসায়ী সমাজ, সঞ্চয়কারী ও সুবিধা ভোগীদের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল সি এম মতিউর রহমান বলেন, ট্রাস্ট ব্যাংক বিসৃস্ত পরিসরে সাধারণ ও কর্পোরেট গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদান করছে। কুষ্টিয়ায় নতুন এ শাখাটি সম্পূর্ন ফ্রি অনলাইন সুবিধা প্রদান করবে। এছাড়াও মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ব্যাংকটি ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষদের ব্যাংকিং সেবার আওতাভুক্ত করেছে।উদ্বোধনী দিনে গ্রাহকদের মাঝে ব্যাংকিং সেবা পাওয়ার ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে। এবং অসংখ্য গ্রাহক এ দিন হিসাব খুলে ব্যাংকটিকে স্বাগত জানান।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াক আহমেদ চৌধরীসহ ব্যবসায়ী সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরাসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন