শুক্রবার, সেপ্টেম্বর ০৬, ২০১৩

তারেক রহমানের ৬ষ্ট কারামুক্তি দিবস উপলক্ষে জেলা যুবদলের সমাবেশ

ঐক্যবদ্ধ গণআন্দোলনে সরকারের পতন ঘটানো হবে

----------------------------------সৈয়দ মেহেদী আহমেদ রুমী

জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

-------------------------------অধ্যক্ষ সোহরাব উদ্দিন


ষ্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা যুবদলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবদলের আহবায়ক মিরাজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। েলা যুবদলের যুগ্ম আহবায়ক মেজবাউর রহমান পিন্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সৈয়দ মেহেদী আহমেদ রুমী তার বক্তব্যে বলেন, দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয় তত্ববধায়ক সরকারের পক্ষে। আর এই দাবী যতক্ষন পর্যন্ত না মানা হবে ততক্ষন আন্দোলন চলবে। এ সরকার দেশ কে অন্ধাকারের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলে সরকারের পতন ঘটানো হবে। ষরযন্ত্রের কোন নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না।
তিনি বলেন, শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান এদশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র সংগ্রামের প্রতীক। তারুন্যর অহংকার তারেক রহমান সকল ষরযন্ত্র প্রতিহিত করে দেশে ফিরে আসবে।
তিনি বলেন, ১৮ দলীয় জোট তত্বাবধায়ক সরকারের অধিনে ছাড়া কোন নির্বাচনে যাবে না।
নির্দলীয় তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় বিএনপির চেয়ারপার্সন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সকল আন্দোলন সংগ্রামে কুষ্টিয়া জেলা যুবদলের নেতা-কর্মীরা সক্রিয় অংশগ্রহন করতে প্রস্তুত থাকার আহবান জানান।
অধ্যক্ষ সোহরাব উদ্দিন তার বক্তব্যে বলেন, তারেক রহমান এদেশের জনগণের আলোর পথ দেখান ও স্বপ্ন দেখায়। এ কারণেই তার বিরুদ্ধে এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করেই লাভ হবে না।
তিনি বলেন বিএনপি আন্দোলন সংগ্রাম করছে দেশের জনগণের জন্য। বিএনপির এখন একটাই দাবী তত্বাবধায়ক সরকারের অধিনে আগামী নির্বাচন দিতে হবে। তিনি বলেন, বিএনপির আগামী নির্বাচনে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে ছাড়া কোন নির্বাচনে যাবে না। শহীদ জিয়ার আদর্শে গড়া সংগঠনের নেতা-কর্মীদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এ সরকারের অধিনে কোন নির্বাচনে যাবে না।তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে এক দফা আন্দোলন চলছে সেই আন্দোলন কুষ্টিয়া জেলা যুবদলের নেতা-কর্মীদের শরীক হতে হবে আহবান জানান।সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, কেন্দ্রীয যুবদলের সাবেক সহ-সভাপতি ফিরোজ আফতাব উদ্দিন, সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার , জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, ক্রীড়া বিষয়ক সম্পাদক আল আমীন কানাই, সহ-সাংগঠনিক সম্পাদক সামসুজ্জাহিদ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুইদ বাবুল, মহিলা নেত্রী নিলুফা আকতার নাসরিন, শহর যুবদলের সভাপতি আবু জাফর মতিন, সাধারণ সম্পাদক মনজুরুল হাসান কুটি, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন, কুমারখালী থানা যুবদলের সভাপতি আল কামাল মোস্তফা, সদর থানা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম, খোকসা থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মির্জা, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম মাসুদ, শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক গাজী গোলজার হোসেন গোলো, শহর বিএনপির প্রচার সম্পাদক জাহাংগীর হোসেন, সহ-প্রচার সম্পাদক আব্দুর রশিদ, জেলা কৃষকদল নেতা মোকারোম হোসেন মোকা, জেলা যুবদল নেতা তোফাজ্জেল হোসেন, মুরাদ আলী টিপু, শাহান শাহ, রবিউল হক, শামসুদ্দোহা লাল্টু, শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ আলী, যুগ্ম সম্পাদক ফয়সাল হাসান খালিদ, শহর যুবদল নেতা মিজানুর রহমান, আব্দুর রশিদ মালু, আল আমিন শাহিন, মির্জা সিরাজুম মুনির মাসুম, মকসেদুল হক কল্লোল, আমিরুল ইসলাম, শরিফুল হক মানিক, মিকাইল হোসেন মিঠু, কুমারখালী থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ বাবু, খোকসা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মুন্সি, খোকসা যুবদলের নেতা জাহাংগীর আলম, কুমারখালী যুবদল নেতা আব্দুল হান্নান, জিয়াউর রহমান জিয়া, মামুনুর রশিদ, আক্কাস উদ্দিন প্রমুখ। সমাবেশে যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন