শুক্রবার, সেপ্টেম্বর ০৬, ২০১৩

দৌলতপুরের চিলমারী ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি : সরকার সংবিধানের দোহায় দিয়ে নির্দলীয় তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নিজেদের অধীনে নির্বাচন করার পায়তারা করছেন। কিন্তু সরকারের এই নীল নকশা কখনও বাস্তবায়ন হবে না। বাংলাদেশের জনগণ তা হতে দেবে না। যে কোন মুল্যে সরকারকে নির্দলীয় ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। তত্বাবধায়ক সরকার ছাড়া বাংলার মাটিতে কোন রির্বাচন হতে দ
েয়া হবে না। তা না হলে দেশের জনগণ ক্ষেপে উঠলে সরকার পালানোর জায়গাও পাবে না।বর্তমান সরকার লুটপাটের সরকার, নির্যাতনের সরকার। গত সাড়ে ৪ বছরে এ সরকার ও তার লোকজন শুধু দেশের সম্পদ লুটপাট করেছে আর বিরোধীদলের নেতাকর্মীদের নির্যাতন করেছে। সাংবাদিকসহ দেশের কোন মানুষকে তারা নিরাপত্তা দিতে পারেনি। বর্তমান সরকার বুঝতে পেরেছে যে তাদের পায়ের নিচে মাটি নেই। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার সীমান্ত সংলগ্ন চিলমারীরচর ও বাংলাবাজার ও ভবানীপুর এলাকায় ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা এসব কথা বলেন। স্থানীয় বিএনপি নেতা হাবিব মেম্বরের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহিদ সরকার মঙ্গল, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি শামীম মোল্লা, যুগ্ন সম্পাদক ও হোগলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মহাবুল হক, দপ্তর সম্পাদক শের আলী সবুজ, খাস মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ ওহাব আলী, সাধারন সম্পাদক সুরাত আলী, ফিলিপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক আমজাদ হোসেন, প্রাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান সোনা, সাধারন সম্পাদক চাঁদ মূল্লুক মাষ্টার, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনছার আলী মেম্বর, সাধারন সম্পাদক আমজাদ মাষ্টার, আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক রুস্তুম আলী চেয়ারম্যান, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আতাউর রহমান, সহ-সভাপতি মাহাবুল মাষ্টার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ফরজউল্লাহ, সেচ্ছাসেবক দলের সভাপতি প্রভাষক হাসানুজ্জামান বাবলু, সিনিয়র সহ-সভাপতি লাভলুল হক মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি নবাব আলী, সাধারন সম্পাদক নুরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মেহের শিকদার, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক খা, ইউনিয়ন যুবদল সভাপতি আবু সুফিয়ান, জিয়া পরিসদের সভাপতি আহাদ আলী নয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক শামিম, সাধারন সম্পাদক সেলিম রেজা, উপজেলা পেশাজীবি দলের সাধারন সম্পাদক হেলাল উদ্দীন, মথুরাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রভাষক মাসুম, উপজেলা ছাত্রদলের দৌলতপুর অনার্স কলেজ ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রিপন, আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন