রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৩

কুমারখালী বিএনপির নেতাকর্মীদের সাথে আলোচনা সভা

নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবীতে গ্রামে-গঞ্জে প্রতিরোধ গড়ে তোলা হবে

- সৈয়দ মেহেদী আহমেদ রুমী

আব্দুম মুনিব : চলমান আন্দোলনকে আরো বেগবান করতে কুমারখালী বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের আলোচনা সভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপি
র সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের পরও মানুষ কী চায় আওয়ামী লীগ তা বুঝে গেছে তাই আওয়ামীলীগ সরকার সংঘাতের পথে এগিয়ে চলছে। আর এ কারনে প্রধানমন্ত্রী বেসামাল হয়ে গেছেন।তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন নয়। আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন করলে বিএনপি তাতে অংশ নেবে না। নীরব দর্শকও হয়ে থাকবে না। নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবীতে গ্রামে-গঞ্জে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন হলে আওয়ামীলীগের শোচনিয় পরাজয় বুঝতে পেরে তারা সংঘাতের পথে হাটছে কিন্তু বাংলাদেশের জনগন তা হতে দেবে না।এ সরকার যখনই ক্ষমতায় এসেছে, দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। বর্তমানে মানুষ তাদের হাত থেকে নিষ্কৃতি চায়।তিনি বলেন, সরকার নিশ্চিত হয়েছে, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা জনবিচ্ছিন্ন। এ জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চাইছে। কিন্তু জনগণ রায় দিয়েছে, নির্দলীয় সরকার ছাড়া তারা কোনো নির্বাচন মেনে নেবে না। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, কুমারখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.কুতুবুল আলম নতুন, যুগ্ম সম্পাদক ও জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি রশিদুর রহমান, যুগ্ম সম্পাদক ও পান্টি ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও জেলা তৃণমূলদলের সভাপতি খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, শিলাইদহ ইউনিয়ন বিএনপির সেক্রেটারী খন্দকার অঅতিকুজ্জামান আলমগীর, নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন