রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৩

ভেড়ামারায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠী খুবই সক্রিয়

ভেড়ামারা প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠী খুবই সক্রিয়। তাদের দোষররাই আমার উপর হামলা করেছে। চোরাগোপ্তা হামলা যতই চালোনো হোক না কেন, সন্ত্রাসী গোষ্ঠীকে দমানোর জন্য যে নীতি সরকার নিয়েছে তা অব্যাহত থাকবে। আমি বিদেশের মাটিতে দেশীয় রাজনৈতিক চন্ত্রান্তের শিকার। জামায়াত-শিবির, জঙ্গিবাদ ও তাদের পৃষ্ঠপোষক বিএনপি এই হামলার জন্য দায়ী। “এটি একটি সন্ত্রাসী হামলা, কারণ ব্যক্তিগত বা কোনো পরিবারিক শত্রু সেখানে আমার নেই।” যুদ্ধাপরাধীদের বিচার ও সাজা কেউ ঠেকাতে পারবে না। “যারাই আক্রমণটি করেছে, তারা গণতন্ত্র, ভিন্নমত ও আইনের শাসনের ধার ধারে না। এই চক্রটি গণতন্ত্রের জন্য বিপদজনক হয়ে উঠেছে। শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর নিজবাসভবনে সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় কালে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার সি এ হালিম, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী, কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আঃ আলিম স্বপন, সহ-সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিং রায়, জনসংযোগ বিষয়ক সম্পাদক নবির উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক বুলবুল কবির, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি আখম গোলাম ফারুক সাধারন সম্পাদক এস এম আনছার আলী, বেনজির আহমেদ বেনু প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন