বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২০, ২০১৪

কুমারখালীর গোবরা চাঁদপুর, ঢলনগর, কাঞ্চনপুর, গড়েরবাড়ি, রামচন্দ্রপুর, নির্বাচনী পথসভায়

জনতার ক্ষমতা প্রতিষ্ঠিত করতে ১৯ দলীয় ঐক্য জোটের প্রার্থীকে বিজয়ী করতে হবে

....................... সৈয়দ মেহেদী আহমেদ রুমী


শরীফুল ইসলাম, কুমারখালী : আওয়ামীলীগ ভারতীয় দোষরদের সহায়তায় ১০ম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অবৈধ ভাবে সরকার গঠন করেছে। যে সরকারকে ইতোমধ্যেই বাংলাদেশের জনগন প্রত্যাখান করেছে। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হবেনা জেনেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে না যা সঠিক ছিল। গতকাল দিনব্যাপী উপজেলার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের গোবরা চাঁদপুর, ঢলনগর, কাঞ্চনপুর, গড়েরবাড়ি,রামচন্দ্রপুর, নির্বাচনী পথসভায় বিভিন্ন নির্বাচনী পূর্ব বিএনপির নেত্রীবৃন্দের সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে মতবিনিময় এবং পথসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি ও ১৯ দলীয় জোটের আহ্বায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ১৯ দলীয় জোট সমর্থীত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী কুমারখালী পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিকের মটর সাইকেল মার্কা প্রতীকে ভোট চেয়ে প্রধান অতিথীর বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জনগনের ভোটার অধিকার বঞ্চিত করে শেখ হাসিনা ব্যক্তিগত অধিকার প্রতিষ্ঠা করেছে। জনতার ক্ষমতা প্রতিষ্ঠিত করতে ১৯ দলীয় ঐক্য জোটের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঘরে ঘরে ভোট চাওয়ার আহবান জানান। চাঁদপুর ইউপি বিএনপির সভাপতি আবু সালেহীন মিয়ার সভাপতিত্বে নাগরিক সমাজের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম আনছার প্রামানিক
, কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাডঃ গোলাম মহম্মদ, কুষ্টিয়া জেলা জামায়াতের সহঃ সেক্রেটারী দেলোয়ার হোসাইন, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডঃ কুতুবুল আলম নতুন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হান্নান, থানা যুবদলের সভাপতি আল-কামাল মোস্তফা, থানা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহির উদ্দিন মিয়া, থানা বিএনপি”র সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াদুদ মিয়া। সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রিপন, যুব নেতা বাবলু বিশ্বাস, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম হাফিজ পিপুল, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, পৌর ছাত্রদলের সভাপতি সাকিল আহমেদ তিয়াস, ছাত্র নেতা রনি। এছাড়া বিএনপি অংগ সংগঠন এবং ১৯ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন