রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০১৪

ইবিতে নানা আয়োজনে বসন্তকে বরণ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে বসন্তবরণ ১৪২০ অনুিষ্ঠত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসন্ত কথায় মিলিত হয়।
জানাযায়, ঋতুরাজ বস্তকে বরণ করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসন্ত বরণ মঞ্চ বসন্ত কথায় মিলিত হয়। পরে বাংলা বিভাগের শিক্ষক ড. মো: রবিউল
হোসেন এর পরিচালনায় বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসন্ত সম্ভাষক প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, ছাত্রউপদেষ্টা প্রফেসর ড. মাহবুবর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুনর রাশিদ আশকারী, প্রফেসর ড. রহমান হাবিব, টিএসসিসির পরিচালক, সরওয়ার মুর্শেদ প্রমূখ। পরে বাংলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন