রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০১৪

কুমারখালী পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে নাগরিক সমাজের চেয়ারম্যান প্রাথীর মতবিনিময়

পৌরবাসির নাগরিক জীবণ যাত্রার মান উন্নয়নে সমস্ত কাজ আমার হাতেই হয়েছে
....................... নুরুল ইসলাম আনছার
শরীফুল ইসলাম, কুমারখালীঃ সাংবাদিকতা পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদার, বিপ্লবী বাঘা যতিন, কাজী মিয়াজান, অমর সাহিত্যিক মীর মোশাররফ, বাউল স¤্রাট লালন শাহ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মত শত মনিষির পদ চারণায় ধন্য দেশ-বিদেশে সমাদৃত সাংস্কৃতিক আতুরঘর নামে খ্যাত কুমারখালী। স্কুল-কলেজ পৌর বাসটার্মিনাল, অডিটরিয়াম, পৌর ভবণ, রাস্তাঘাট সহ পৌর নগর বাসীর নাগরিক জীবন যাত্রার মান উন্নয়নে সমস্ত কাজ আমার হাতেই হয়েছে, গতকাল সন্ধ্যায় বাসষ্ট্যান্ড ফ্রেন্ডর্স ক্লাবের ২য় তলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ১৯ দলীয় ঐক্যজোট সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোটর সাইকেল মার্কার পক্ষে ভোট চেয়ে ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে কুমারখালী পৌরসভার বার বার নির্বাচিত সফল সাবেক মেয়র, শিল্পপতি আলহাজ্ব নুরুল ইসলাম আনছার উপরোক্ত কথাগুলি বলেন। ঐতিহ্যবাহী পারিবারিক ইতিহাস তুলে ধরে তিনি আরো বলেন, আমাদের কী ছিল আর কী আছে, তা
কুমারখালী বাসী জানে। নির্বাচিত হয়ে গরীবের হক মেরে খাবার মনোবৃত্তি আমার নেই। আমার বিপুল জনসমর্থনে একটি মহল ইতিমধ্যে বিভিন্ন অপপ্রচার চালানোর হিন চেষ্টা করছে। সকল অপপ্রচার উর্দ্ধে থেকে ঘরে ঘরে মোটর সাইকেল মার্কার পক্ষে ভোট চাইতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। পৌর বিএনপির সভাপতি কে এম আলম টমের সভাপতিত্বে থানা বিএনপির সাধারণ সম্পাদক কুতুবুল আলম নতুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লিটন, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পলাশ, গোপগ্রাম ইউপি সাবেক চেয়ারম্যান শফিকুল আলম মোল্লা, এ্যাডঃ শাতিল মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিেফকুল ইসলাম মোল্লা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান,পৌর বিএনপি নেতা আজিম, থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, আসাদুর রহমান নয়ন, থানা ছাত্রদলের আতিকুর রহমান সবুজ, পৌর ছাত্রদলের শাকিল আহমেদ তিয়াস প্রমূখ ছাড়াও থানা বিএনপি বিএনপি, পৌর বিএনপি, থানা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দল, থানা যুবদল, পৌর যুবদল, থানা ছাত্রদল, পৌর ছাত্রদল, ডিগ্রী কলেজহ শাখা ছাত্রদল, থানা জাসাস, পৌর জাসাস, থানা মৎস্যজীবী দল, পৌর মৎস্যজীবী দল, থানা কৃষক দল, পৌর কৃষক দল’র নেতৃবৃন্দ উপস্থিত ও বক্তব্য দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন