সোমবার, ফেব্রুয়ারী ১৭, ২০১৪

চাকুরির ক্ষেত্রে অবমুল্যায়ন প্রতিবাদে ইবি বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

রাশেদুন নবী রাশেদ, ইবি : দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরির ক্ষেত্রে বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের সুযোগ না দিয়ে অবমুল্যায়ন করা হচ্ছে। এমন দাবি করে দেশব্যাপী সকল বিশ্ববিদ্যালয়ের এর প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,
সম্প্রতি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষনা ইনস্টিটিউটের এক নিয়োগ বিজ্ঞপ্তিতে জেনেটিক ইঞ্জিনিয়িারিং শাখার বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পশুপালন, কৃষি অর্থনীতি, অর্থনীতি, মার্কেটিং এবং সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের কথা উল্লেখ থাকলেও সেখানে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ না দেওয়ায় এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় শুরু হওয়া এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালে বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মোস্তফা শাকিল ও ফুয়াদ কবির জানান, সম্প্রতি ‘বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট’ একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২ ফেব্রুয়ারি একটি জাতীয় ইংরেজি দৈনিকে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এতে দেখা যায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিংসহ চারটি বৈজ্ঞানিক কর্মকর্তা পদের ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে পশুপালন, কৃষি অর্থনীতি, অর্থনীতি, মার্কেটিং এবং সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের কথা উল্লেখ থাকলেও বায়োটেকনোলজি বিভাগের কোনো উল্লেখ নেই। আমরা মনে করি, এ নিয়োগ বিজ্ঞপ্তিতে অসামজ্ঞস্যপূর্ণ শিক্ষাগত যোগ্যতা ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অবমূল্যায়ন করা হয়েছে।’
মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সুযোগ দিয়ে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানায় তারা। একইসাথে তারা প্রাণিসম্পদ গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালকের অপসারন ও বাংলাদেশে চাকুরীর সকল ক্ষেত্রে বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টির দাবি জানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন