সোমবার, ফেব্রুয়ারী ১৭, ২০১৪

লোকমান হোসেন সহ ৫ জাসদ নেতার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত


মনির উদ্দিন মনির : যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে শহীদ লোকমান হোসেন সহ পাঁচ জাসদ নেতার ১৫তম মৃত্যুবাষিকী। দিবসটি পালন উপলক্ষে তালবাড়ীয়াস্থ লোকমান হোসেন ফাউন্ডেশন নিহতদের স্বরনে স্মৃতি চারনমুলক আলোচনা সভা, দোয়া মাহফিল’র আয়োজন করে। গতকাল রবিবার বিকেলে মিরপুর উপজেলার লোকমান হোসেন ফাউন্ডেশনের সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক নিজাম উদ্দিন কবিরাজের সভাপতিত্বে শুরু হয় নিহতদের স্বরনে স্মৃতি চারনমুলক আলোচনা সভা। সভায় স্মৃতি চারন করে বক্তব্য রাখেন, কুষ্টিযা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম দুলাল, সিনিয়র আইনজীবী মীর সানোয়ার হোসেন. লোকমান হোসেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও শহীদ লোকমান হোসেনর পুত্র এ্যাডঃ মোঃ আল মুজাহিদ হোসেন মিঠু, এ্যাডঃ তোফাজ্জেল হোসেন, এ্যাডঃ সাজ্জাদ হোসেন সেনা, মোঃ বদিউল আলম, মোঃ ফরজ উল্লাহ, মোঃ খাইরুল ইসলাম মাষ্টার, আবুল কালাম আজাদ কালু মেম্বর, মোঃ সেকেন্দার আলি কবিরাজ, আঃ হান্নান কবিরাজ, মোঃ ইকবাল হোসেন, মোঃ আনোয়ার আলি মেম্বর, আশরাফুল ইসলাম,
এ্যাডঃ সোহেলী পারভীন ঝুমুর, এ্যাডঃ রোকনুজ্জামান সাজু প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দারুল উলুম হাজী আহম্মদ আলি জান মাদ্রাসার মহতামিম মাওঃ খাইরুল ইসলাম। উল্লে¬খ্য, ১৯৯৯ সালের ১৬ই ফেব্র“য়ারী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর প্রাইমারী স্কুল মাঠ বিশাল জনসভায় সন্ত্রাসীদের গুলিতে জাতীয় নেতা কাজী আরেফ আহম্মদ, জেলা জাসদ সভাপতি শহীদ লোকমান হোসেন, জেলা জাসদ সাধারন সম্পাদক ইয়াকুব আলি, ইসরাইল হোসেন তফসের ও শমসের মন্ডল নির্মমভাবে খুন হন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন