সোমবার, ফেব্রুয়ারী ১৭, ২০১৪

৩২ বিজিবি’র অভিযানে বিভিন্ন সামগ্রী আটক

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ ফেব্র“য়ারি ২০১৪ তারিখে জানা যায় যে, বেনাপোল হতে একটি কাভার ভ্যান গাড়ী যোগে ভারতীয় অবৈধ মালামাল পাচার হয়ে ঢাকার উদ্দেশ্য গমন করছে। উক্ত সংবাদ পেয়ে আনুমানিক ১৮৩০ ঘটিকায় ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক বিএ-৪২০২ মেজর মোঃ তারেক মাহমুদ সরকার এর নেতৃত্বে একটি টহল দল গাড়ীটি অনুসরন করে গোয়ালন্দ মোড় রেল ক্রসিং এর নিকট ২৩৩০ ঘটিকায় গাড়ীটির সন্ধান পায়। গাড়ীর চালককে তার গাড়ীতে অবৈধ মালামাল আছে বলে অভিহিত করলে সে তা অস্বীকার করে। তখন মালামাল চেক করার জন্য তাকে গাড়ীটি নিয়ে ব্যাটালিয়ন সদর মিরপুরে আসার জন্য বলা হলে গাড়ীটি
ব্যাটালিয়ন সদরে নিয়ে আসার পর গত ১৪ ফেব্র“য়ারি ২০১৪ তারিখ ১০০০ ঘটিকায় টাক্সফোর্সের মাধ্যমে তল্লাসী করা হয়। তল্লাশীকালীন সময় ড্রাইভারের নিকট রক্ষিত মালামালের চালান ভাউচারের সাথে গাড়ীতে রক্ষিত কিছু সংখ্যক মালামাল গড়মিল পাওয়া যায়। পরবর্তীতে ভাউচারের সাথে যে সকল মালামালের মিল পাওয়া গিয়েছে ঐ সকল মালামালসহ গাড়ীটি ছেড়ে দেয়া হয়েছে এবং অবশিষ্ট অবৈধ মালামাল সিজারের মাধ্যমে অদ্য ১৬ ফেব্র“য়ারি ২০১৪ তারিখে কুষ্টিয়া কাস্টমস অফিসে জমা করা হয়। আটককৃত মালামালের তালিকা- ভারতীয় পুথী গ্লাস-১৭১৭ কেজি, ভারতীয় চুমকী-১৫৮৭ কেজি, ভারতীয় পুথী ১১৭৫ কেজি, ভারতীয় জোরী সূতা-১০১৭ কেজি, ভারতীয় ষ্টীলের চাকনী-৪৮ কেজি, ভারতীয় লেস-১১৮০ পিস, ভারতীয় লেস মাঝারী-১২৩, ভারতীয় লেস মোটা-২৪৬ পিস, ভারতীয় ডেকোরেশন পেপার-৩৮২৫ পিস, ভারতীয় জর্জেট কাপড়-৯০১ পিস, ভারতীয় জর্জেট থান কাপড়-২৩৪ পিস এবং ভারতীয় নেট কাপড়-৭০১ পিস যার সর্বমোট আনুমানিক মূল্য-১,৭৬,৬৮,১৭৫/- (এক কোটি ছিয়াত্তর লক্ষ আটষট্টি হাজার একশত পচাঁত্তর) টাকা । প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন