শনিবার, মার্চ ২২, ২০১৪

মিরপুরে বিএসডাব্লিউও’র বৃত্তি প্রদান

রাশিদুজ্জামান রাশেদ, মিরপুর ॥ মিরপুরে বালিয়াশিশা ছাত্র কল্যাণ সংঘের (বিএসডাব্লিউও) ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে চিথলিয়া ইউনিয়নের বালিয়াশিশা গ্রামে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দার মোহম্মদ আবু সালেক বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে। শিক্ষিত জাতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে শিক্ষিত জাতি গঠনের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশ পরিচালনার জন্য নিজেদেরকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, সাগরখালী আদর্শ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রেসক্লাবের সধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, চিথলিয়া
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবলু, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, যমুনা ব্যাংকের নির্বাহী অফিসার মাহামুদুল বাশার টিটু, মিরপুর থানার এএসআই তারিকুল ইসলাম। বালিয়াশিশা ছাত্র কল্যাণ সংঘের সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২য় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএসডাব্লিউও’র প্রধান উপদেষ্টা লালনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জগলুল করিম। এ সময়ে বালিয়াশিশা ছাত্র কল্যাণ সংঘের সভাপতি শাহীন আলী, সাবেক আব্দুল্লাহ রহমান, সহ-সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন