শনিবার, মার্চ ২২, ২০১৪

দেশের রাজনৈতিক আকাশে আবার দেখা দিয়েছে অশনি সংকেত

-কাজী জাফর আহমদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেছেন, দেশের রাজনৈতিক আকাশে আবার দেখা দিয়েছে অশনি সংকেত। ভয়াবহ রাজনৈতিক সংকটের কালো মেঘ ইশানকোনে পুঞ্জিভূত হচ্ছে। শাসকদলের ভুল ও অপরিনামদর্শী রাজনীতির কারনেই এক ভয়াবহ রাজনৈতিক সংকট পুনর্বার দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। একদিকে বর্তমান সরকার উপজেলা নির্বাচনে ভোট ডাকাতির মহোৎসবের মাধ্যমে ১৯ দলের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেওয়ার ফলে জনগনের রূদ্ররোষের দাবানল প্রজ্বলিত হচ্ছে প্রয় প্রতিটি উপজেলায়। আন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানী ব্যতীত চার্জ গঠনের ফলে ১৯ দল ও জিয়া পরিবারের বিরুদ্ধে সরকারের দমন-পীড়নের নীল নকশা গোটা জাতির সম্মুখে দিবালোকের মত স্পষ্ট হয়ে উঠেছে। এমতাবস্থায় সরকার নিজেই একটি ভয়াবহ গণঅভ্যূথ্থনের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে। কাজী জাফর আহমদ গতকাল ২০ শে মার্চ বৃহস্পতিবার জাতীয় ছাত্র সমাজের জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভায় প্রধান অতিথির ভাষণে উপরোক্ত মন্তব্য করেন। জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ছাত্র নেতা মো: ফয়েজ চৌধুরীর সভাপতিত্বে
জাতীয় পার্টির গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সর্বজনাব এস এম এম আলম, খালেকুজ্জামান চৌধুরী, এডভোকেট মাওলানা রুহুল আমিন, এডভোকেট শফিউদ্দিন ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক ও জাতীয় ছাত্র সমাজের সাবেক আহবায়ক এস এম শামীম। সভায় উপস্থাপনার দায়িত্বে ছিলেন জাতীয় ছাত্র সমাজের সদস্যসচিব সৈকত আহমেদ। সভায় গৃহীত সাংগঠনিক প্রস্তাবে আগামী তিন মাসকে সাংগঠনিক মাস, ১লা এপ্রিল থেকে ১৫ ই এপ্রিল পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযান এবং আগামী ১১ ই এপ্রিল জাতীয় ছাত্র সমাজের জাতীয় প্রশিক্ষন শিবির অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন