শনিবার, মার্চ ২২, ২০১৪

কুষ্টিয়া দৌলতপুরে বিএনপির নির্বাচনী অফিসে হামলা ও গুলি বর্ষণের প্রতিবাদে সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচনী কার্যালয়ে হামলা ও দলের এক কর্মীকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহীদ সরকার মঙ্গল। শুক্রবার দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা ১৮ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী শহীদ সরকার মঙ্গল বলেন, কুষ্টিয়া ১ আসনের এমপি রেজাউল হক চৌধুরীর ছোট ভাই টোকেন চৌধুরী ও ছেলে কলিন্স চৌধুরী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্বয়ং এমপি রেজাউল ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বৃস্পতীবার রাতে দৌলতপুর উপজেলার বৈরাগীরচর কারিতলা এলাকায় তার নির্বাচনী অফিসে সরকার সমর্থকদের হামলা ও দলের কর্মী আতুব্বর মন্ডলকে গুলি করে আহত করার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন তিনি। সেই সাথে তিনি আগামী ২৩ মার্চ ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সে জন্য ঝুকিপূর্ণ কেন্দ্র গুলোতে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার ও ভোটের পরিবেশ নিশ্চিত করার দাবী জানান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান হেলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, সরকার একদিকে
বলছে উপজেলা নির্বাচন সচ্ছ হচ্ছে অন্যদিকে প্রশাসন কে নির্লজ্জের মত ব্যবহার করে জাল ভোট প্রদান, কেন্দ্র দখল, ভোট জালিয়াতী ও ভোট ডাকাতি করে নিজ দলের প্রার্থীদের বিজয়ী করছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে দেশের ৯০ ভাগ উপজেলায় বিএনপি তথা ১৯ দলের প্রার্থী বিজয়ী লাভ করতো। প্রথম দফা নির্বাচনে অধিকাংশ স্থানে ১৯ দলের প্রার্থী জয় লাভ করায় ২য় ও ৩য় নির্বাচনে আওয়ামীলীগ তার নিজ দলের প্রার্থীদের বিজয়ী করতে নোংরা খেলায় মেতে উঠেছে। ২য় দফা নির্বাচনে জেলার কুমারখালী খোকসা ও মিরপুর উপজেলায় প্রশাসনের সামনে আওয়ামী সন্ত্রাসীরা ভোট জাল ভোট প্রদান, কেন্দ্র দখল, ভোট জালিয়াতী ও ভোট ডাকাতি করেছে। যা মিডিয়ার কল্যানে দেশের মানুষ দেখেছে। এরই অংশ হিসেবে দৌলতপুরে ক্ষমতাসীন সংসদ সদস্য সমর্থীত প্রার্থী তার ভাই ছেলে ও পৌষ্য সন্ত্রাসীরা বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহীদ সরকার মঙ্গল এর সমর্থকদের উপর বিভিন্ন ভাবে নির্যাতন, হামলা ও গুলি বর্ষণ করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন