শনিবার, মার্চ ২২, ২০১৪

দৌলতপুরে বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী অফিসে হামলায় বিএনপি ১ কর্মী গুলিবিদ্ধ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী অফিসে আওয়ামীলীগ (একাংশের) প্রার্থীর ক্যাডারবাহিনী হামলা চালিয়েছে। এসময় তাদের ছোড়া গুলিতে আতুব্বার হোসেন নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার বৈরাগীরচর কারিতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈরাগীরচর কারিতলায় মরিচা ইউনিয়ন বিএনপি‘র সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানের বাড়ি সংলগ্ন বিএনপি প্রার্থী শহিদ সরকার মঙ্গলের দোয়াত কলমের নির্বাচনী অফিসে বিএনপি নেতা কর্মীরা বসে ছিল। এসময় আওয়ামীলীগের একাংশের প্রার্থী ফিরোজ আল মামুনের হেলিকপ্টার প্রতীকের লোকজন সেখানে অতর্কিত হামলা
চালায় এবং ৫/৬ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে বিএনপি কর্মী আতুব্বার হোসেন (৫২) গুলিবিদ্ধ হয়। বিএনপি প্রার্থী ও উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদ শহিদ সরকার মঙ্গলের দাবী স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছেলে কলিন্স চৌধুরী ও ভাই টোকন চৌধুরী তাদের শতাধিক ক্যাডার বাহিনী নিয়ে তার নির্বাচনী অফিসে এলাপাতাড়ি গুলি চালালে আতুব্বার হোসেন (৫২) গুলিবিদ্ধ হয়। শহিদ সরকার মঙ্গল বলেন, সংসদ সদস্য তার মনোনীত প্রার্থী ফিরোজ আল মামুনের পক্ষে কেন্দ্র দখল করে কারচুপির মাধ্যমে আমার বিজয় ছিনিয়ে নেবার উদ্দেশ্যে আমার নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। তিনি আরো জানান, পাশে দৌলতপুর থানা পুলিশের একটি টহলদল থাকলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। দৌলতপুর থানার ওসি বেলায়েত হোসেন গুলি বর্ষনের বিষয়টি নিশ্চিত করলেও কারা এ হামলা করেছে তা বলতে পারেননি। তিনি আরো জানান, ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন