বৃহস্পতিবার, মার্চ ২০, ২০১৪

কুষ্টিয়া শহর শিবিরের সেক্রেটারী পলাশকে জেলহাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া শহর শিবিরের সেক্রেটারী পলাশকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল বুধবার কুষ্টিয়া শহর শাখার সেক্রেটারী মুস্তাফিজুর রহমান পলাশ একটি মামলায় কুষ্টিয়া কোর্টে জামিন নিতে গেলে আদালত না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর কুষ্টিয়ার ভাদালিয়ায় শিবিরের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওই ঘটনায় কুষ্টিয়া সদর থানায় পুলিশের সরকারী কাজে বাধাদানসহ গাড়ী ভাংচুর মামলায় শিবিরের শহর শাখার সেক্রেটারী মুস্তাফিজুর রহমান পলাশসহ ১৭ জনের বিরুদ্ধে এস আই আহাদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলা নং জি আর ৩৬২/১৩ ওই মামলায় গতকাল সকালে কুষ্টিয়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলামের আদালতে
হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত শুনানির পর জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এর প্রতিবাদে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর ও সাবেক এম. পি আব্দুল ওয়াহিদ, ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি সোহেল রানা ও ছাত্রশিবির কুষ্টিয়া জেলা সভাপতি রেজাউল করিম নয়ন এক যুক্ত বিবৃতিতে তীব্র নিন্দা জ্ঞাপন করে নিঃশর্ত মুক্তি দাবী করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন