বৃহস্পতিবার, মার্চ ২০, ২০১৪

দৌলতপুর সীমান্তে এক কৃষককে আটক করেছে বিএসএফ

আরিফুল ইসলাম, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন রামকৃঞ্চপুর ইউনিয়নের বকমারী এলাকা থেকে মামুন (২৫) নামে এক বাংলাদেশী কৃষককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঐ কৃষককে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সে বকমারী গ্রামের রুস্তম দফাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও ঐ কৃষকের পরিবার জানায়, বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে মামুন সীমান্তের ১৫৭/৪ আর সীমানা পিলার সংলগ্ন কৃষি জমি দেখাশোনার সময় নো-ম্যানস‘ ল্যান্ডে ঘোরাঘুরি করছিল। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে তাদের ক্যাম্পে আটক
করে রাখে। এ ব্যাপারে বিজিরি‘র ৩২ ব্যাটালিয়নের চিলমারী কোম্পানী কমান্ডার সুবেদার রেজাউল জানান, মামুন কে সীমান্তে ভারতীয় অংশ থেকে বিএসএফ ধরে নিয়ে গেছে। তাকে ফেরত নেবার জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন