বৃহস্পতিবার, মার্চ ২০, ২০১৪

অবৈধ স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে


কুমারখালী বিএনপি নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভায় মেহেদী রুমী


ষ্টাফ রিপোটার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণাবাসন সম্পাদক জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, দেশ বাচাতে লড়াই সংগ্রাম চলছে বর্তমান অবৈধ স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত ১৯ দলের আন্দোলন চলবে। তিনি বলেন, সরকার হামলা মিথ্যা মামলা জেল জুলুম দিয়ে বিএনপির আন্দোলন সংগ্রাম কে দমাতে পারবে না দেশের জনগন কে সাথে নিয়ে সমস্ত ষরযন্ত্র প্রতিহত করা হবে। তিনি অবিলম্বে তত্বাবধায়ক সরকার পূর্ণব্যবস্থার দাবী জানান আর তা না হলে, জনবিচ্ছিন আওয়ামী সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে পতন ঘটানো হবে। বুধবার দুপুরে কুমারখালীতে ত্বত্তাবধায়ক সরকার পূর্ণবহালসহ স্বৈরাচারী সরকার বিরোধী চলমান আন্দোলনকে আরো বেগবান করতে কুমারখালী বিএনপি নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দেয় সংবিধানে তো নাগরিক জীবনের নিরাপত্তার নিশ্চয়তার কথা বলা হয়েছে। কিন্তু এ সরকার রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গুলি চালিয়ে পাখির মত মানুষ হত্যা করছে।
জনবিচ্ছিন স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হবেই।এসময় আরো উপস্থিত ছিলেন কুমারখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.কুতুবুল আলম নুতন, সহসভাপতি এ্যাড. আব্দুল ওয়াদুদ মিয়া, যুগ্ম সম্পাদক ও পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান াফিজুর রহমান, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, কুমারখালী থানা সেচ্চাসেবকদলের সাধারণ সম্পাদক ডাঃ শরিফুল ইসলাম, জেলা যুব দল নেতা সামসুদ্দোহা লাল্টুসহ অনান্য নেতৃবৃন্দ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন