শুক্রবার, মার্চ ২১, ২০১৪

মানবাধিকার আইনজীবী পরিষদের ত্রৈ-মাসিক সভা

মানবাধিকার আইনজীবী পরিষদের ত্রৈ-মাসিক সভা এ্যাড: আ স ম আখতারুজ্জামানে মাসুমের সভাপতিত্বে দুপুর ২টা বারভবনে অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন এ্যাড:মুহ:হারুনর রশীদ। সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন এ্যাড:আব্দুল জলিল, এ্যাড:তরুন কুমার বিশ্বাস,এ্যাড:মীর আরশেদ আলী,এ্যাড:মর্জিনা খাতুন, এ্যাড:হাছিনা মাহমুদা সিদ্দিকা, এ্যাড:শামিমা আক্তার বন্যা, এ্যাড,দোস্ত মহম্মদ মির্জা, এ্যাড:মনজুরুল ইসলাম, এ্যাড:মিজানুর রহমান, এ্যাড:রাজীব রায়হান রন্জু। সভায় জেলা মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন ২০১৩ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় সিদ্ধান্ত গৃহিত হয় প্রতি মাসে লিগ্যাল ক্যাম্পে ২ জন করে এ্যাডভোকেট উপস্থিত থাকবেন। এই বিষয়ে একটি অগ্রিম পরিকলাপনা তৈরী করা হবে এবং তা প্রতিটি সদস্যদের কাছে প্রেরন করা হবে। বছর শেষে সিনিয়র সদস্য এবং বার এর সদস্যদের নিয়ে বড় একটি জনসভা করা হবে। সভাটি পরিচালনায় সহযোগিতা করেন মুক্তির প্রোগ্রাম সুপারভাইজার গোলাম রব্বানী এবং তারক নাথ কুন্ডু। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন