শুক্রবার, মার্চ ২১, ২০১৪

ইবিতে আন্তঃহল বিতর্কে বঙ্গবন্ধু হল চ্যাম্পিয়ন

রাশেদুন নবী রাশেদ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে শহীদ জিয়াউর রহমান হলকে পরাজিত করে তারা এ বিজয় অর্জন করে। ‘একুশ আমার অহংকার, যুক্তি মোদের হাতিয়ার’ সেøাগানকে ধারণ করে ইসলামিক ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি মাসব্যাপী এ প্রতিযোগীতার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিতর্কের চুড়ান্ত পর্ব (ফাইনাল) ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বে ‘এই সংসদ মনে করে যে-‘বর্তমান বিশ্বে সামরিক আধিপত্যের চেয়ে অর্থনৈতিক আধিপত্যই বেশী সর্বগ্রাসী’ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সরকারী দল এবং শহীদ জিয়াউর রহমান হল বিরোধী দল হিসেবে বিতর্কে অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতার ছায়া সংসদের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন-
বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হারুন অর-রাশিদ আসকারী। বিতর্কে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- আইন ও মুসলিম বিধান বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শাহিদ মিয়া। বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ইমামূল হাছান আদনান ছায়া সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। বিতর্ক শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানসহ অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের বিতার্কীকদের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আফজাল হোসেন, ডিবেটিং সোসাটির মডারেটর দেবাশীষ শর্মাসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও হল প্রভোস্টসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন