শুক্রবার, মার্চ ২১, ২০১৪

দৌলতপুরে জাসদ প্রার্থীর প্রচার মাইক ভাংচুর আহত ৩

আরিফুল ইসলাম, দৌলতপুর : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচনে জাসদ (ইনু) প্রার্থী শরিফুল কবীর স্বপনের প্রচার মাইক ভাংচুর করেছে দৌলতপুরের এমপি পুত্র কলিন্স ও তার ক্যাডাররা। এসময় তারা প্রচারকাজে নিয়োজিত এক দৃষ্টি প্রতিবন্দ্বি সহ ৩ জনকে হাতুড়ি পেটা করে এবং ব্যবহৃত সিএনজিটি ভাংচুর করেছে।দৌলতপুর উপজেলা জাসদের যুগ্ম আহবায়ক ও জাতীয় যুবজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরিফুল কবীর স্বপন জানান, বুধবার রাত পৌনে ৮ টার দিকে তার কাপ পিরিচ প্রতীকের একটি প্রচার মাইক ভুরকা এলাকা থেকে ফিলিপনগর এলাকায় ফিরছিল। সিএনজি টি কোলদিয়াড় পুর্বপাড়া নামক স্থানে পৌছালে দৌলতপুর আওয়ামীলীগের একাংশের নেতা ও দৌলতপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছেলে কলিন্স তার সহযোগী বাদশা মজনু সহ ২০/২৫ জন ক্যাডার সিএনজি এবং মাইক ভাংচুর করে এবং প্রচারকারী দৃষ্টি প্রতিবন্দ্বি রয়েল (৩৫) এনামূল (৩৮) ও সিএনজি চালক সেলিম (২৬) কে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করে। শরিফুল কবীর স্বপন আরো জানান, সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী তার
মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আল মামুনকে জোর করে বিজয়ী করার লক্ষ্যে তাদের ক্যাডারবাহিনী দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছে। উল্লেখ্য ফিরোজ আল মামুনের ক্যাডাররা মঙ্গলবার রাতে চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লার বড়গাংদিয়ায় নির্বাচনী অফিস লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি বর্ষণ করে এবং একটি মাইক্রেবাস ভাংচুর করে। বুধবার রাতে বিএনপি‘র চেয়ারম্যান প্রার্থী শহিদুল হক মঙ্গলের বৈরাগীরচরের নির্বাচনী অফিস ভাংচুর করে। এবং ঐ এলাকায় বিএনপি প্রার্থীর সমস্ত পোষ্টার ছিড়ে দেয় এবং বিএনপি নেতা আব্দুল বারী ও আমজাদ মেম্বারকে মারপিট করে বিএনপির দলীয় সুত্র জানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন