রবিবার, মার্চ ৩০, ২০১৪

খোকসায় উসাসের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন দুলালের মৃত্যুতে উসাসের স্বরণসভা

মনিরুল ইসলাম মনি, খোকসা : খোকসা সাংস্কৃতিক সংস্থা (উসাস) এর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যাত্রা উন্নয়ন পরিষদের নির্বাহী সদস্য খন্দকার মহব্বত হোসেন দুলাল আততায়ীর হাতে নিহত হওয়ায় স্বরণ সভা করেছে উসাস। এ উপলক্ষে জানিপুরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উসাসের সভাপতি সৈয়দ আমজাদ আলী। তিনি বলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা কখনোই মানুষের শত্রু হতে পারে না। তাকে কোন শত্রুতায় হত্যা করা হলো এটি আমার বোধগম্য না। তিনি খোকসা তথা বাংলাদেশের যাত্রাঙ্গনের প্রথিকৃৎ ছিলেন। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ওয়াহিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিম রেজা লালু, অধ্যক্ষ আব্দুল মতিন মনি, আলিম রেজা আকু, তোয়াক্কেল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান হবি, ক্রীড়া ব্যক্তিত্ব নাফিজ আহম্মেদ খান রাজু, কার্তিক চন্দ্র বিশ্বাস, আব্দুল ওয়াহাব,
সৈত্য চক্রবতী, যাত্রাশিল্পী রবিউল ইসলাম, কমান্ডার আব্দুল মালেক।  এসময় প্রতিটি বক্তারাই দোষীদের জড়িতদের বিচার দাবি করেন। আর যাতে কোন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে অকালে ঝরে না যেতে হয় সে প্রত্যাশায় তারা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন