বুধবার, মার্চ ১৯, ২০১৪

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে দালালের ৬ মাসের ও মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া শহরে পৃথক অভিযানে আরিফ (৩২) নামের এক পাসপোর্ট অফিসের দালালের ৬ মাসের ও আব্দুল করিম (৩০) নামে এক মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালত সুত্রে জানা যায়, গতকাল দুপুরে শহরের এনএস রোড শাখার সোনালি ব্যাংক চত্বরে অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্ট এর কার্যক্রম করার সময় হাতেনাতে ধরা পরে আরিফ। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেড এসএম জামালের পরিচালনায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ধৃত আরিফকে দণ্ডবিধি ২৯১ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আরিফ জেলা মিরপুর
উপজেলার তেঘরিয়ার হাবিবুর রহমানের ছেলে। অপর ঘটনায় শহরের কালিশংকরপুরে ৪ পুড়িয়া গাজাসহ আটক করা হয় আব্দুল করিম (৩০) নামে এক মাদকসেবীকে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেড সিহাব রায়হানের পরিচালনায় তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয় তাকে। আব্দুল করিম কালিশংকরপুর এলাকার এসকেন এর ছেলে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন