বুধবার, মার্চ ১৯, ২০১৪

কুমারখালীতে স্কুলের প্রবেশ পথে সরকারী জায়গায় বালি ফেলে দখল করার অভিযোগ

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সদকী ইউনিয়নের খোর্দ্দ তারাপুর রেজিঃ প্রাথমিক (সম্প্রতি ঘোষিত সরকারী) বিদ্যালয়ে প্রবেশ পথে মোহন প্রামানিকের ছেলে জনৈক আব্দুল হালিমের বিরুদ্ধে বালি ফেলে জায়গা দখলের অভিযোগ উঠেছে। ১৯৯১ সালে এলাকার সর্বশ্রেণীর রক্তঘামের প্রচেষ্টায় মানুষ গড়ার এই স্কুল নামক কারখানাটির ন্যায় কোমলমতী শিশুদের দাড়িয়ে জাতীয় সংগীত বলার একমাত্র জায়গা। স্কুলের সামনে জলাশয় দৃশ্যমান। প্রবেশপথে দখলের অপচেষ্টা। স্থানীয় রবিউল হোসেন, সেলিম হোসেন, এলাহী প্রামাণিক ও প্রবীণ ব্যাক্তিত্ব সদর উদ্দিন প্রামাণিক সহ অনেকের কাছে স্কুলের সামনে বালি ফেলে দোকান বা ঘর করলে স্কুলের কী অসুবিধা হবে! উত্তরে কোমলমতী শিশুদের দাড়ানোর জায়গা থাকবে না অতিসত্ত্বর আমরা সরকারের উচ্চ মহলের কাছে শিশুদের খেলার মাঠ তৈরীর প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণের দাবী জানান। সরকারী জায়গায় বালি ফেলায় খবর উপজেলা (ভূমি) প্রশাসন অবগত হলে সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী এসিল্যান্ড মোঃ জাহাঙ্গীর আলমের নির্দেশে স্থানীয় সদকী উপ-সহকারী ভূমি কর্মকর্তা আমজাদ হোসেন এবং উপজেলা সার্ভেয়ার রাকিবুল ইসলাম সরেজমিন তদন্তে সীমানা নির্ধারণ করেন এবং বালী সরিয়ে ফেলতে বলেন। স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, রাস্তার পাশে ঘর বা দোকান করলে কোমলমতী শিশুদের স্কুলে প্রবেশে একমাত্র রাস্তায় বন্ধ হবে না এমনকি এসিম্বিলি করার জায়গাটিও থাকবে না। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, স্কুলের সম্পদ, সৌন্দর্য্য রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এলাকার সচেতন মানুষ অজপাড়া গাঁয়ের এই প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতী শিশুদের বিনোদনের মাঠ তৈরীতে এবং বিদ্যালয়ের জায়গা রক্ষায় প্রয়োজনীয় আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন