বুধবার, মার্চ ১৯, ২০১৪

সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটির সভা অনুষ্ঠিত

সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটির সভাপতি আশরাফউদ্দিন নজুর সভাপতিত্বে জেলা ক্যাম্পেইন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সুপ্র’র আগামী ২০১৪ থেকে ২০১৮ এর পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৌশলপত্রের খসড়া উপস্থাপন করেন সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দা হাবিবা। উপস্থাপন পরবর্তীতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৌশলপত্রের উপর বৃহৎ আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহন করেন সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটির সাবেক সভাপতি ও সদস্য নজরুল ইসলাম, সদস্য সৈয়দা জহুরা বেগম, শ্যামলেন্দু ঘোষ, হাসমত আরা বেবী, এস আই সোহেল সহ জেলা কমিটির অনান্য সদস্যরা। আলোচনায় সুপ্র’র পূর্বের কর্মকান্ডকে মূল্যায়ন করা হয়। সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র দেশের সুশাসন নিশ্চিতকল্পে নিরলস ভাবে কাজ করে চলেছে। আলোচনায় সুপ্র’র আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়ার অর্ন্তভূক্ত বিষয়ের মধ্যে অন্যতম তথ্য অধিকার আইনের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, জনবান্ধব ও দরিদ্রবান্ধব কর ব্যবস্থা নিশ্চিতকরণ, জেলা বাজেট, জনগনের অন্যতম দুইটি চাহিদা শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ সহ এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে সুপ্র’র কর্মএলাকার ৪৫টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা কুষ্টিয়া অনান্য জেলার পাশাপাশি পূর্বের
ন্যয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী পাঁচ বছর সুপ্র তার নিদিষ্ট পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। উল্লেখ্য যে, সুপ্র’র জাতীয় পরিষদ থেকে আগামী ২০১৪ থেকে ২০১৮ এর পঞ্চবার্ষিকী পরিকল্পনার কৌশলপত্রের খসড়া জেলা কমিটির মতামত সংযুক্তকরণের জন্য পাঠানো হয় এবং জেলা থেকে জেলার মতামত নিয়ে বিভাগীয় পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ৪৫টি জেলার মূল্যবান মতামত সুপ্র’র কেন্দ্রীয় সচিবালয়ের মাধ্যমে একত্রিত করে আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রনয়ণ করা হবে। খুলনা বিভাগের আলোচনা সভা আগামী ২২-০৩-২০১৪ ইং তারিখে অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সুপ্র’র জেলা কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম, সদস্য হাসমত আরা বেবী ও জেলা প্রচারাভিযান সহায়ক অঞ্জন কৃষ্ণ শীল(শুভ) অংশগ্রহন করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন