শনিবার, মার্চ ১৫, ২০১৪

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সরকার জনগণের কথা না ভেবে নিজেদের স্বার্থ হাসিলে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে

----------অধ্যক্ষ সোহরাব উদ্দিন

ষ্টাফ রিপোটার : দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শক্রবার বিকাল ৪টায় মিছিলটি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষণ করে বড় বাজার রেল গেটে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ছাড়াও উপস্থিত ছিলেন অনন্যা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বড় বাজার রেল গেটে সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ বিএনপির নেতৃবৃন্দ।অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ক্ষমতাসীনদের মালিকানায় রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে হাজার হাজার কোটি টাকা ভর্তুকী দিতে হচ্ছে। আর এই ভর্তুকীর টাকা মেটানোর জন্য জনগনের কথা না ভেবে বিদ্যুতের এই দাম বৃদ্ধি করা হয়েছে। জনগণের পকেট কেটেই ভর্তুকী মেটাতে হচ্ছে। বিদ্যুৎ খাত থেকে হাজার হাজার কোটি টাকা ইতোমধ্যে ক্ষমতাসীনদের লোকজন লুটপাট করে নিয়েছে।তিনি বলেন, হঠাৎ করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সরকার দেশের মানুষের কথা না ভেবে নিজেদের স্বার্থ হাসিলে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে। এই পদক্ষেপ গণতন্ত্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে।তিনি বলেন, এই জুলুমবাজ সরকারের পতন ঘটাতে না পারলে দেশ ও জাতিকে আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত করা সম্ভব নয়। দেশপ্রেমিক নাগরিককে স্বৈরাচার সরকারের পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ অতীতেও ক্ষমতায় গিয়ে একদলীয় শাসন কায়েম করেছিল। কিন্তু তারা সফল হয়নি। এবারো তাদের একদলীয় শাসন জনগণ মানবে না। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক, যুগ্ম সম্পাদক এসএম ওমর ফারুক, সমাজ কল্যাণ সম্পাদক গাজী গোলজার হোসেন গোলো, ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মানু, তথ্য ও গবেষনা সম্পাদক শওকত হাসান বুলবুল, শিশু বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হাসান পুলক, যোগাযোগ সম্পাদক হাজী রবিউল আউয়াল, ক্রীড়া সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, বিশেষ সম্পাদক একে বিশ্বাস বাবু। জেলা শ্রমিকদলের সভাপতি আমিরুল ইসলাম রহিম, জেলা ছাত্রদলের আহবায়ক ও সদর উপজেলা নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আবায়ক আরিফুর রহমান সুমন, আবু সাঈদ জাকারিয়া উৎপল, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রমান সুমন, শহর ছাত্রদলের সভাপতি মাফুযজুর রহমান মিথুন, সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আউয়াল বাদশা, সদর থানা সেচ্ছসেবকদলের আহবায়ক শাহিন জোয়ার্দার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন