শনিবার, মার্চ ১৫, ২০১৪

দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১ : আহত ৩

আরিফুল ইসলাম, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় ওয়াজেদ আলী ওরফে ওয়াদ আলী (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং আহত হয়েছে তার তিন ছেলে একরামুল হক (৪২) আক্কাস আলী (৩৬) ও বিল্লাল হোসেন (৩২)। শুক্রবার ভোর ৪ টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর পুর্বপাড়া মাঠের একটি গম ক্ষেতে এ ঘটনা ঘটেছে। দৌলতপুর থানার ওসি বেলায়েত হোসেন জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে শুক্রবার ভোররাতে শালিমপুর এলাকার প্রতিপক্ষ মৃত বক্স মন্ডলের ছেলে জানবার আলী, মোস্তফা ও আব্দুল মান্নানসহ ৮/১০ জন ওয়াজেদ আলীর ক্ষেতের গম কাটতে থাকে। গম কাটার খবর পেয়ে ওযাজেদ আলী ও তার তিন ছেলে প্রতিপক্ষের লোক জনকে বাঁধা দিলে তারা ধারাল অস্ত্র দিয়ে পিতা ও তার তিন পুত্রকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে রিফাইতপুর নামক স্থানে বৃদ্ধ কৃষক ওয়াজেদ আলী মারা যান এবং গুরুতর আহত অবস্থায় তার তিন ছেলেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একরামুলের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ঐ জমি নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকায় মান্নান (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন