শনিবার, মার্চ ১৫, ২০১৪

বাউলদের পদচারণায় মুখরিত বারামখানা

আজ থেকে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী বাউল সম্রাট লালন সাঁইয়ের স্মরণোৎসব 

আব্দুম মুনিব : গান, বাউল মেলা ও সাধুসংঘের মধ্যদিয়ে কুষ্টিয়ার ছেউরিয়ায় অবস্থিত মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের বারাম খানা আখড়াবাড়ীতে আজ থেকে শুরু হচ্ছে ৫দিন ব্যাপী লালন স্মরণোৎসব। আজ সন্ধ্যায় সংগীতা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বাউল ফকির লালন ভক্তদের দোল পুর্ণিমা উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা ও কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে স্মরণোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। এদিকে স্মরণোৎসবে যোগ দিতে দেশ বিদেশের বাউলদের পদচারণায় মুখরিত সাই এর বারামখানা। কুষ্টিয়া শহরের কোলঘেঁষে কুমারখালী উপজেলার কালীগঙ্গা নদীর তীরেই ছেউড়িয়ার লালন সমাধি। বাংলা ১২৯৭ সনের পহেলা কার্তিক ও ইংরেজি ১৭ অক্টোবর ১৮৯০ সালে এখানেই মরমি সাধক লালন শাহর শেষ শয্যা রচিত হয়। তারপর থেকে আখড়াবাড়িতে পালিত হয়ে আসছে বছরে দু’বার লালন স্মরণোৎসব। সাইজীর ধামে জায়গা করে নিতে দোল পূর্ণিমার এ উৎসবকে পুরোপুরি উপভোগ করতে এসেছেন দেশ-বিদেশের অসংখ্য ভক্ত অনুসারী।অনুষ্ঠান শুরুর হওয়ার আগেই দুর-দুরামেত্মর থেকে বাউল ভক্তরা এসেছে আখড়াবাড়ীতে। আসন গেড়ে বসেছে মাজার ও উম্মুক্ত মঞ্চের আস-পাশে এলাকায়। চলছে বাউল-ভক্তদের মাঝে গুরু ভক্তির আয়োজন। এদিকে স্মরণোৎসব উপলক্ষে আখরাবাড়ি চত্বরে গ্রামিন মেলায় আসতে শুরু করেছে নানান বাহারী পণ্যের পসরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন