রবিবার, মার্চ ১৬, ২০১৪

ইবির আন্তুঃহল ও আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় আইন চ্যাম্পিয়ান

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তঃহল ও আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল পর্বে চ্যাম্পিয়ান হয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগ রানার্স আপ হয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ। খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার।ক্রীড়া বিভাগ সুত্রে জানা যায়, গতকাল বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল ও আন্ত বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৪এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ফাইনাল পর্বে আইন ও মুসলিম বিধান বিভাগ ও হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ অংশ গ্রহন করে। খেলার শুরুতে টসে জিতে আইন বিভাগের খেলোয়াররা ব্যাটিং করতে মাঠে নেমে ২০ওভারে ১৪২ রান করে। পরে হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগরে খেলোয়াররা ১৪৩ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ১২২ রান করে অল আউট হয়। ফলে আইন ও মুসলিম বিধান বিভাগ ২০ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ান ট্রফি ছিনিয়ে নেয়। এ খেলাটি উপভোগ করার জন্য উপস্থিত ছিল হাজারো দর্শক। খেলার মাঠে দর্শকের আনন্দে ক্যাম্পাসের পরিবেশ ছিল উৎসব মুখর । এদিকে আন্তঃ হল (ছাত্র) চ্যাম্পিয়ন হয় শহীদ জিয়াউর রহমান হল এবং রানার আপ হয় সাদ্দাম হোসেন হল। আন্তঃ হল (ছাত্রী) চ্যাম্পিয়ন হয় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এবং রানার আপ হয় বেগম খালেদা জিয়া হল। বেলা আড়াইটার সময় খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহ্জাহান মন্ডল ও ক্রীড়া বিভাগের পরিচালক মোঃ সোহেল প্রমুখ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন,‘খেলা মানুষের মনকে আনন্দে নাচিয়ে তোলে,আর যখন মন আনন্দে নেচে ওঠে ঠিক তখনই সে মানুষটির দেহটি সুস্থতার পরিচয় দেয়। খেলা শুধু মানুষের মনকে আনন্দই দেয় না বরং তার দেহকে সুস্থ করে তোলে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শরীর সুস্থ রাখতে ও মেধা বাড়াতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করেন। এছাড়া আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আর্ন্তজাতিক পরিসরে পরিচিতি করতে এসকল খেলাধুলার কোন বিকল্প নেই।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন