রবিবার, মার্চ ১৬, ২০১৪

সাঁইজির আখড়াবাড়ীতে ভবের হাট

 

৫ দিনব্যাপী লালন সাঁইয়ের স্মরণোৎসবের উদ্বোধন

আব্দুম মুনিব : সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১২৪ তম স্মরণোৎসব উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়া বাড়ীতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী অনুষ্ঠানমালা। গতকাল সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও লালন একাডেমীর আয়োজনে একটানা ১৯ মার্চ পর্যমত্ম ৫ দিনব্যাপী চলবে বাউল সম্রাট সাধক ফকির লালন সাইয়ের স্মরণোৎসবের অনুষ্ঠান। মোবাইল ফোন কোম্পানী গ্রামীণ ফোনের স্পন্সারে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় কুষ্টিয়া লালন একাডেমি নিজস্ব ব্যবস্থাপনায় উদ্বোধনী দিনে গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহাম্মেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, লালন একাডেমির সাবেক সাধারণ সম্পাদক তাইজাল আলী খান। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ঢাকা আইডিয়াল কলেজের অধ্যাপক রবীন্দ্রনাথ বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য দেন কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন লালন একাডেমির সাধারণ সম্পাদক রেজানুর রহমান খান চৌধুরী মুকুল। প্রধান অতিথির বক্ত্যবে হানিফ বলেন, সত্যের পথ ধরে, মানুষ গুরুর দিক্ষা দিতেই সেদিন মানবতার পথ প্রদর্শক হিসাবে বাউল সম্রাট ফকির লালন শাহ’র আবির্ভাব। তিনি লালনের মহিয়সী বাণী সকলের মাঝে পৌছে দেওয়ার জন্য লালন সাই এর গান চর্চা করার আহবান জানান। অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি শুকদেব সাহা।আলোচনা শেষে লালন মঞ্চে বিভিন্ন শিল্পি ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন সঙ্গীত পরিবেশিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করবেন দেশের খ্যাতনামা শিল্পীবৃন্দসহ লালন একাডেমীর স্থানীয় শিল্পিরা। উৎসবকে ঘিরে পুরো একাডেমি চত্ত্বরে শুরু হয়েছে খন্ড-খন্ড স্থানে গানের আসর। এসব গান শুনে আগত দর্শক-শ্রোতারাও নেচে-গেয়ে গানের সাথে সাথে তাল মিলাচ্ছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন