রবিবার, মার্চ ১৬, ২০১৪

কুষ্টিয়া জেলা মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন - ২০১৩

মোড়ক উম্মোচন ও মতবিনিময় সভা

জেলা মানবাধিকার ফোরামের উদ্যোগে দ্বিতীয় বারের মতো কুষ্টিয়া জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন ২০১৩ এর মোড়ক উম্মোচন ও মতবিনিময় সভা সকাল ১০ টায় আব্দুল জব্বার মিলনায়তনে পৌর মেয়র আনোয়ার আলীর সভপতিত্বে অনুষ্ঠিত হয়। মোড়ক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মোড়ক উম্মোচন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাড:সুলতানা কামাল। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মমতাজ আর বেগম, আহবায়ক,জেলা মানবাধিকার ফোরাম ও নির্বাহী পরিচালক, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, কুষ্টিয়া, ডা:ফাতেমাতুজ জহুরা, সিভিল সার্জন অফিস, কুষ্টিয়া, সিরাজুস সালেহীন, ডেপুটি জেল সুপার, কুষ্টিয়া, মো:তৌহিদুজ্জামান, সিনিয়র তথ্য অফিসার,কুষ্টিয়া,এ্যাড:অনুপ কুমার নন্দী, সভাপতি, মানবাধিকার আইনজীবী পরিষদ.কুষ্টিয়া। জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন সুরসপ্তক একাডেমি ও মুক্তির সাংস্কৃতিক দল। স্বাগত বক্তব্য রাখেন দেওয়ান আক্তারুজ্জামান, ফোরাম এর সদস্য এবং নির্বাহী পরিচালক, ফেয়ার। ফোরাম সম্পর্কে আলোচনা করেন এনামূল হক,ফোরাম সদস্য এবং নির্বাহী পরিচালক, কে পি ইউ এস। মাল্টি মিডিয়ার মাধ্যমে রিপোট তুলে ধরেন আমানতউল্লাহ, সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার, আসক। মূল প্রবন্ধ পাঠ করেন আব্দুর রাজ্জাক,ফোরাম সদস্য এবং নির্বাহী পরিচালক সাফ। বক্তব্য রাখেন তৌফিক আল মান্নান, সিনিয়র সমন্বয়কারী, আসক। উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন হাসান আলী, সাংবাদিক, বিডি নিউজ, নার্গিস রহমান, আবুজাফর,আব্দুর সাক্তার বড়ভাই, আব্দুল মালেক, মসলেম উদ্দিন স্বপন, নির্বাহী পরিচালক, রুটস, অনন্ত কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কবি সুকদেব সাহা।সার্বিক সহযোগিতা করেন মুক্তির প্রকল্প সমন্বয়কারী, জায়েদুল হক মতিন, গোলাম রব্বানী, তারক নাথ কুন্ডু, তাপিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নুরুননাহার রিক্তা। প্রধান অতিথি এ্যাড: সুলতানা কামাল বলেন জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ একটি সাহসী উদ্যোগ। এর মধ্যে দিয়ে বোঝা যায় এই জেলায় মানবাধিকার লংঘনের প্রতিবাদে কাজ করার সাহসী মানুষ জেলাতে এখনও আছে। এই প্রকাশনাটি সর্বস্তরের মানুষের জন্য কল্যান বয়ে আনবে। আমি আশা রাখি ভবিষ্যতে কুষ্টিয়া জেলার মানবাধিকার লংঙ্ঘনের ঘটনা গুলো একদম কমে আসবে। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন