রবিবার, মার্চ ১৬, ২০১৪

কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষন দিবসে আলোচনা সভা

ধর্মীয় অনুশাসন সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখে----------------সৈয়দ বেলাল হোসেন

 কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তরের আয়োজনে সর্বস্তরের ব্যাবসায়ীদের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়া জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মাদ ফয়জুল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুল ফেরদাউস। বক্তব্য রাখেন কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সহসভাপতি এসএম কাদেরী শাকিল, বড় বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোকারম হোসেন মোয়াজ্জেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কুষ্টিয়া দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি পারভেজ মাজমাদার, ক্যাবের সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান টিটু, বাংলাদেশ কেমিষ্ট এ্যান্ড ড্রাগ এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর সাইফুল হক মুরাদ চৌধুরী প্রমুখ।প্রধান অতিথির বক্ত্যবে সৈয়দ বেলাল হোসেন বলেন, সকল মানুষই কোন না কোন ভাবে ভোক্তা তাই সুস্থ ও সৎ ভাবে জীবন যাপন করার জন্য সব সময় নিজেকে দিয়ে চিন্তা করতে হবে তহালে অনেক কিছু নির্ণয় করা যাবে। তিনি ব্যাবসায়ীদের উদ্যেশে বলেন, ব্যাবসা একটা পবিত্র আয়ের উৎস তাই ভোক্তার ক্ষতি করে কোন পন্য বিক্রয় করা যাবে না মনে রাখতে হবে আজ আমি যা খাওয়াচ্ছি কাল আমি এবং আমার পরিবারকে সেই গুলি খেতে হবে। তিনি বলেন, সকলের নিষ্ঠা ও সততার মাধ্যমে সমাজ পরিবর্তন হয় একারনে প্রথমে মানুষীকতা পরিবর্তন করতে হবে। তিনি বলেন, ধর্মীয় অনুশাসন সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন