রবিবার, মার্চ ১৬, ২০১৪

ইবি সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

আদনান সভাপতি ॥ জহুরুল সাধারন সম্পাদক॥

রাশেদুন নবী রাশেদ, ইবি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইমামুল হাসান আদনান সভাপতি, জহুরুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার ও জাতীয় প্রেস ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ইবিসাসস অফিস সুত্রে জানা গেছে, গতকাল বেলা ১২টায় ইবি সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন -২০১৪ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অবস্থিত প্রেস কর্নারে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, নির্বাচনে ইবিসাসের ১৮জন সদস্যদের গোপন ব্যালট পেপারের মাধ্যমে গনতান্ত্রিক পন্থায় শান্তিপূর্নভাবে ভোট প্রদান করে। দুপুর ১টায় ভোট গননা শেষে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন এ ভোটের ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে সদস্যদের সর্বাধিক ভোট পেয়ে ইবিসাসের কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৪এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক আলোকিত বাংলাদেশ’ পত্রিকার ইবি প্রতিনিধি ইমামুল হাসান আদনান ও সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক মানব জমিন’ প্রত্রিকার ইবি প্রতিনিধি জহুরুল ইসলাম। পরে দুপুর ২টায় সমিতির কার্যনির্বাহী পরিষদের চুরান্ত কমিটি ঘোষনা হয়। এতে সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান আব্দুল কাদের কাজল (দৈনিক নিউএজ),শাহেদুজ্জামান (অর্থনীতি প্রতিদিন), হুমায়ন কবির (দৈনিক সংগ্রাম), সহ-সাধারন সম্পাদক মোঃ জিশান আহমদ (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ মোঃ শাহজাহান নবীন (ঢাকা টাইমস২৪),প্রচার সম্পাদক ইলিয়াস মেহেদী ( দৈনিক দিনকাল), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান যুবায়ের (বিডিনিউজ২৪ডটকম), এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহন করেন আয়াজ আজাদ (দৈনিক যায়যায়দিন), মনিরুজ্জামান (টাইমসওয়ার্ল্ডস), রাশেদুন নবী রাশেদ (দৈনিক হাওয়া), আব্দুল্লা আল ফারুক (দৈনিক ইনকিলাব)। এসময় নির্বাচনের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক মোঃ গোলাম সাকলায়েন ও ইবিসাসের সাবেক সভাপতি মনিরুল ইসলাম। এছাড়াও নির্বাচনে প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড.মোঃ মাহবুবর রহমান ও সহকারী পর্যবেক্ষক হিসেবে ছিলেন সমিতির সাবেক সভাপতি সুজা উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি মফিজুল ইসলাম পল্টন। পরে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ফুল দিয়ে বরন করে নেন ও সদ্য বিদায়ী সভাপতিকে ইবিসাসের নতুন কমিটি বিদায় দেন।
ইবিসাসের নতুন কমিটিকে অভিনন্দন
সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ইবি ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. হারুন উর রাশিদ আশকারী, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. শহীদুল ইসলাম নূরী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়া, গ্রীণ ফোরামের সভাপতি প্রফেসর ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আ ছ ম তরিকুল ইসলাম, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মাহবুবুল আরেফিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন, ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ইবি ছাত্রলীগের আহবায়ক শামীম হোসেন খাঁন, যুগ্ম-আহবায়ক আবুজর গিফারী গাফ্ফার, আহমেদ মাহফুজ সাজন, সজিবুল ইসলাম, ইবি ছাত্রশিবিরের সভাপতি আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক আতিক উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এদিকে ইবিসাসের নবনির্বাচিত কমিটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এম এম জসিম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, জাবিসাসের সভাপতি কামরান সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হক, রাবিসাসের সভাপতি শাকির আহমাদ, সাধারণ সম্পাদক সাইদ শুভ, রাবি প্রেসক্লাব সভাপতি ডালিম হোসেন শান্ত, সাধারণ সম্পাদক সাইফ শিফনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন