রবিবার, মার্চ ১৬, ২০১৪

কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ আনন্দঘন পরিবেশে গতকাল অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কুষ্টিয়ায় ইতিমধ্যে কালেক্টরেট স্কুলটি ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হয়েছে। এত স্বল্প সময়ে স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও নৃত্যে কুষ্টিয়া জেলার অন্যান্য স্কুলের তুলনায় বলতে গেলে একেবারে পিছিয়ে নেই। গতকাল কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মফিজ উদ্দিন আহমেদ একথা বলেন তিনি স্কুলের বিভিন্ন দিকের প্রশংসার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন আগামীতে এই স্কুল থেকে মেধা অর্জনকারী শিক্ষার্থী দেশ ও জাতি গঠনে উল্লেখযোগ্য ভুমিকা রাখতে সক্ষম হবে ইন্শাল্লাহ এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সুদক্ষ পরিচালনায় একদিন স্কুলটি সর্বদিকে সেরা মানে উন্নতি হতে বাধ্য। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও জেলা প্রশাসক পতœী রেহানা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মজিব উল ফেরদৌস,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনারকলি মাহবুব, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা আক্তার, মাহমুদা পারভিন,জ্যোতিন ময় বর্মনসহ স্কুলের প্রধান শিক্ষক, আগত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় যেমন খুশী তেমন সাজো তে কোমলমতি শিশুদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ ছিল মুখরিত। সার্বিক উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন