শনিবার, মার্চ ১৫, ২০১৪

আজ ইবি সাংবাদিক সমিতির নির্বাচন

রাশেদুন নবী রাশেদ, ইবি ॥ আজ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৪ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতি। সমিতির নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সকল সাংবাদিকদের মনে ভেসে ওঠেছে নির্বাচনের জোয়ার। ইবিসাস অফিস সুত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নানা প্রতিকুলতা পেরিয়ে ইবি সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৪ আজ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের ভিতরে অবস্থিত প্রেস কর্নারে বেলা ১২টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। নির্ধারিত ব্যালট পেপারের মাধ্যমে সমিতির সদস্যদের ভোট গ্রহন করা হবে। ইতোমধ্যে সমিতির এক সাধারন সভার মাধ্যমে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন ও প্রধান নির্বাচন কমিশন গঠন করেছে বলে জানিয়েছেন ইবিসাসের সভাপতি মফিজুল ইসলাম পল্টন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ গোলাম সাকলায়েন ও ইবিসাসের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম। নির্বাচনে প্রধান পর্যবেক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যারয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মাহবুুবর রহমান। গনতান্ত্রিক পন্থায় সমিতির সদস্যদের গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের মনে ভেসে ওঠেছে নির্বাচনী জোয়ার ও ক্যাম্পাসে চলছে ব্যাপক প্রচারনা। শার্ন্তিপূর্ন পরিবেশে (ইবিসাস) এর কার্যকরী পরিষদ নির্বাচন ২০১৪ অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন