শুক্রবার, এপ্রিল ১১, ২০১৪

শিশু অর্পা পালের ধর্ষন ও হত্যাকারী তপন বিশ্বাসের ফাঁসীর দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় ২য় শ্রেণীর ছাত্রী শিশু অর্পা পালকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যাকারী লম্পট তপন বিশ্বাসের ফাঁসীর দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে আড়–য়াপাড়া সূর্যসেনা ক্লাবসহ অত্র এলাকার কয়েকটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে আড়–য়াপাড়া সূর্য্য সেনা ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া চেম্বার অব কর্মাসের সভাপতি হাজী আবুল কাশেম। আরো বক্তব্য রাখেন নিহত শিশু অর্পা পালের মা দেবি রানী পাল, বড় বাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শহর শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়, কুষ্টিয়া জুয়েলার্স সমিতির আজাদ, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সভাপতি কুষ্টিয়া চেম্বারের পরিচালক খন্দকার জিয়াদুল হক, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক কুষ্টিয়া চেম্বারের পরিচালক রফিকুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, ৮ বছরের শিশু অর্পা তার নারীত্ব বোঝার আগেই লালসার শিকার হয়েছে মানুষরূপী নরপশু তপন বিশ্বাস এর কাছে। ঐ নরপশু অর্পাকে ধর্ষণ করেই ক্ষ্যান্ত হয়নি, তাকে শ্বাসরোধ করে হত্যা করে। বক্তারা বলেন, লম্পট তপনের ভাষ্যমতে সে অর্পাকে ধর্ষনের পর হত্যা করে লাশ ঘরের ভিতরেই রেখেছিলো। একদিন পর সেই লাশের খোজ মেলে। এই দীর্ঘ সময় অর্পার লাশ ঘরের মধ্যে রেখে গুম করার ষরযন্ত্র চলছিলো কিনা তা খতিয়ে দেখতে হবে সেই সাথে এই হত্যাকান্ডের আর কেউ জড়িত থাকে বিশ্বাস যোগ্য তদন্ত করে তাদের কেও শাস্তির আওতায় নিয়ে আসতে
হবে। বক্তারা জেলার প্রশ্সানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনান্য অনেক হত্যাকান্ডের মত যেন অর্পা হত্যাকান্ড ধামাচাপা না পরে যায়। সেইসাথে হত্যাকান্ডের দ্রুত ভিসেরা রিপোর্ট দিয়ে দোষীদের শাস্তি যাতে তরান্বিত হয় সিভিল সার্জনের প্রতি দাবী জানান বক্তারা। বক্তারা বলেন, হুমকি ধামকি ও সামাজীকভাবে এ হত্যাকে আপসের চেষ্টা করে কি না সেই দিকে এলাকাবাসীকে সজাগ থাকতে হবে সেইসাথে অর্পা হত্যা মামলা দ্রুত বিচার আইনে হস্তান্তরের দাবী জানিয়ে তপন বিশ্বাসের দ্রুত ফাসির দাবী জানান বক্তারা। মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ গ্রহন করে।  এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কুতুব উদ্দিন আহমেদের সহ-ধর্মিনী নিলুফার আহমেদ, সূর্য্য সেনা ক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান মুক্তার, আড়–য়াপাড়া বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি আজিজুল হক, হরিবাসর মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত পাল প্রমুখ। মানববন্ধনে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, শওকত হাসান বুলবুল, বাবু রতন কুমার পাল, রেজাউল করিম, হাফিজুর রহমান খোকন, আবু তালেব, আনিছুর রহমান টোকন,মাহাবুব উল হক মিঠু, শাহজাহান আলী পিস্তা, আমিরুল ইসলাম বাবু, আব্দুর রশিদ মালু, মঞ্জুরুল হাসান কুটি, মাহাবুব উল আলম খোকন, দিলীপ সাহা, প্রাশন্ত পাল, বিপ্লব কুমার পাল, ভজন কুমার সাহা, ইখতারউদ্দিন আহমেদ তুহিন, মির্জা সিরাজুম মুনীর মাসুম, সম্ভু, নিশিত, রহিম, আজিজুল হক বাবু, অশোক সাহা, লিপি দাস, স্বপ্না পাল, রেহেনা খাতুন, রিনা পাল, কনক শেট, স্বপন দত্ত, অশোক কুমার বিশ্বাস,স্বপন কুমার পাপ্পু স্বপন সেন, সজল পাল প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন