শুক্রবার, এপ্রিল ১১, ২০১৪

ইবিতে নতুন প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা নিয়োগ

 রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে প্রফেসর ড. মাহবুবর রহমানকে ও প্রফেসর ড. আনোয়ার হোসেনকে ছাত্র-উপদেষ্টা নিয়োগ দিয়েছেন ভিসি প্রফেসর ড.আব্দুল হাকিম সরকার। এসময় একই সাথে প্রক্টরিয়াল বডির তিন সহকারী প্রক্টরও নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গত বছরের ২০জানুয়ারীতে প্রক্টর হিসেবে প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও ছাত্র উপদেষ্টা হিসেবে প্রফেসর ড. মাহবুববর রহমান নিয়োগ পান । কিন্তু ব্যক্তিগত কারনে গত ২৭ মার্চ প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ভিসি বরাবর পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্রের প্রেক্ষিতে ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার ফলিত পদার্থ, ইলেক্ট্রনিক্্র এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবর রহমানকে নতুন প্রক্টর হিসেবে ও ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের প্রফেসর ড. আনোয়ার হোসেনকে ছাত্র-উপদেষ্টা নিয়োগ প্রদান করেন। মাহবুবর রহমান দক্ষতার সহিত প্রায় দেড় বছর ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব
পালন করে আসছিলেন। তিনি সদ্য বিদায়ী প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনের স্থলাভিসিক্ত হলেন। এছাড়াও তিন সহকারী প্রক্টর হিসেবে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক কে এম শরফুদ্দিন, ফিন্যান্স বিভাগের শিক্ষক মোঃ আসাদুজ্জামান কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ মোনতাসির রহমান কে নিয়োগ দেওয়া হয়েছে।####

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন